বারুইপুর, 8 এপ্রিল: মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঘটল বিপত্তি ৷ ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার সোনারপুরের রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউশন লাগোয়া এলাকায় । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় । জানা গিয়েছে, প্রতিদিনের মতনই মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন ঝর্ণা রায় নামে ওই মহিলা ৷ সেই সময় বাইকে করে এসে দু'জন দুষ্কৃতী তাঁদের পথ আটকায় এবং ওই ভদ্র মহিলার কাছ থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে চলে পালিয়ে যায় ।
এরপর সোনারপুরের কোদালিয়ার বাসিন্দা ঝর্ণা রায়ের চিৎকারে শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ ততক্ষণে বাইক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।এরপর ঝর্ণা দেবী বারুইপুর জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা । ঘটনা প্রসঙ্গে ঝর্ণা দেবী বলেন, "প্রতিদিনের মতো সেদিনও মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলাম । সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী বাইক নিয়ে আমার পিছু পিছু আসছিল । আমি প্রথমে কিছু বুঝতে পারিনি । আমি কিছু টের পাওয়ার আগেই তারা আমার ব্যাগ নিয়ে চম্পট দেয় । এই ঘটনার পর আমি সাহায্যের জন্য চিৎকার করতে থাকি । সেই সময় এলাকার বেশ কয়েকজন আমার চিৎকার শুনে ছুটে আসেন । "