নরেন্দ্রপুর, 2 ফেব্রুয়ারি: বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হল নরকঙ্কাল ৷ ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার জগদীশপুর এলাকায় । জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা সঞ্জিত সরকারের বাড়িতে বুধবার থেকে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু হয় । ট্যাংকের জল বের করতেই প্রথমে দেখা মেলে মহিলাদের পোশাকের কয়েকটি অংশ ৷ পরিষ্কারের কাজ করছিলেন যে সমস্ত শ্রমিকরা তারা তা বন্ধ করে দিতে চান ৷ পরে বাড়ির মালিক কাজ চালিয়ে যেতে বলেন ৷ শেষমেশ ট্যাংক থেকে উদ্ধার হয় নরকঙ্কাল ।
গ্রামবাসীরা নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দেয় । ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ । উদ্ধার করা হয় কঙ্কালের মাথার খুলি ও দেহের বিভিন্ন অংশের হাড় । পুলিশ সূত্রে খবর, বর্তমানে মালিক সঞ্জিত সরকার পাঁচ বছর আগে বাড়িটি কেনেন ৷ গতকাল থেকে বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজ শুরু হয়েছিল । আজ সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় শ্রমিকেরা নরকঙ্কালটিকে দেখতে পান । নরকঙ্কাল দেখে খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ এসে নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় । 2013 ওই এলাকা থেকে দুটি মহিলা নিখোঁজ হয় । এদের সঙ্গে ওই উদ্ধার হওয়া কঙ্কালের কোন যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে (Skeletons Recovered from Septic Tank at Narendrapur ) ।