পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরনো শত্রুতার জেরে মল্লিকপুরে গুলিবিদ্ধ যুবক - ছয় রাউন্ড গুলি

সন্ধ্যায় বাইকে করে বাড়ি ফিরছিলেন সোহেল ৷ সেই সময় ইমতিয়াজ সহ দু‘জন বাইক নিয়ে তাঁর পথ আটকায় । প্রথমে দু‘জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, তারপরে শুরু হয় হাতাহাতি ।

বারুইপুরের মল্লিকপুরে চলল ছয় রাউন্ড গুলি, আহত 1
বারুইপুরের মল্লিকপুরে চলল ছয় রাউন্ড গুলি, আহত 1

By

Published : May 21, 2021, 8:47 PM IST

বারুইপুর, 21 মে :বারুইপুরের মল্লিকপুর এলাকায় চলল ছয় রাউন্ড গুলি ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শেখ সোহেল নামে এক যুবক । পুরনো শত্রুতার জেরে এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

জানা গিয়েছে, সন্ধ্যায় বাইকে করে বাড়ি ফিরছিলেন সোহেল ৷ সেই সময় ইমতিয়াজ সহ দুজন বাইক নিয়ে তাঁর পথ আটকায় । প্রথমে দু‘জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, তারপরে শুরু হয় হাতাহাতি । হাতাহাতির মধ্যেই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বার করে ইমতিয়াজ ছয় রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ । একটি গুলি সোহেলের কান ফুঁড়ে বেরিয়ে যায় । অপর একটি গুলি সোহেলের বাঁদিকের ঘাড়ে লাগে । গুলির আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । সেই সময় ইমতিয়াজ ঘটনাস্থল থেকে বাইক নিয়ে চম্পট দেয় ৷

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শেখ সোহেলকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুলিবিদ্ধ যুবককে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালের রেফার করেন চিকিৎসকরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বারুইপুর থানার পুলিশ ।

আরও পড়ুন :4 জন দেহরক্ষী সহ ভাঙড়ে গ্রেফতার ভুয়ো ডাক্তার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে পুরনো কোনও শত্রুতার জেরে এই হামলা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে জানিয়েছে তারা ৷

ABOUT THE AUTHOR

...view details