জয়নগর, 13 নভেম্বর:বাড়ির কাছেই মসজিদ আর মসজিদে নামাজ পড়তে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে ঝাজরা হয়ে খুন তৃণমূল অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর । এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় জয়নগর । গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক দুষ্কৃতীর ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাইকে করে পাঁচজন দুষ্কৃতী এসে তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করকে গুলি করে । ঘটনাটি ঘটে জয়নগর থানা এলাকার বামনগাছি গ্রাম পঞ্চায়েত এলাকাতে ৷ গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসীরা, এরপর এলাকাবাসীদের হাতে ধরা পড়ে এক দুষ্কৃতী ৷ গণপিটুনিতে মৃত্যু হয় তার ৷ পরিস্থিতি বেগতিক বুঝে বাকি দুষ্কৃতীরাএলাকা থেকে চম্পট দেয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারুইপুর পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে । ইতিমধ্যে এই খুনের অন্যতম এক অভিযুক্তকে গ্রেফতার করেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ । পুলিশ জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার নিজের দোষ স্বীকার করে ।
ওই খুনের ঘটনার কিছুক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে বামুনগাছি গ্রাম। গ্রামের পরপর প্রায় 20-25টি বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কার্যত দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা গ্রাম । এদিন সকাল সাড়ে সাতটা থেকে এই অশান্তির ঘটনা শুরু হয় বলে খবর ৷ আগুন নেভাতে গ্রামে ঢুকতে দমকলকর্মীদেরও বাধা দেওয়া হয় বলে খবর ৷ বাইরে থেকে কাউকে গ্রামে ঠুকতে দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে ৷ গ্রাম কার্যত পুরুষশূন্য। চোখের সামনেই অনেকের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷