ডায়মন্ড হারবার (দক্ষিণ 24 পরগনা), 15 নভেম্বর: প্রকাশ্য বিয়ে বাড়িতে চলল গুলি । আতঙ্কিত এলাকাবাসী । মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের (Diamond Harbour) কপাট হাটে ওই ঘটনা ঘটে ৷ সেখানকার একটি ভিলাতে ওই অনুষ্ঠান চলছিল । সেই সময় এক যুবক বন্দুক নিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করে তারপরে শূন্যে গুলি চালায় । গুলি চালানোর ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে বিয়েতে আসা অতিথিদের মধ্যে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারে বসন্তপুরের ছেলে নাজিমুল্লা গাজির সঙ্গে ডায়মন্ড হারবারে পারুলিয়ার মেয়ে জাসমিনা খাতুনের বিয়ের অনুষ্ঠান ছিল । মঙ্গলবার সকাল থেকেই বিয়ে বাড়ি উপলক্ষে ওই ভিলাতে অতিথিদের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল ।
দুপুরের অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল ৷ সেই সময় এক যুবক মত্ত অবস্থায় গিয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে গুলি চালান বলে অভিযোগ । যদিও গুলি চালানোর ঘটনায় কেউ আহত হননি । তবে গুলি চালানোর পর স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন বিয়ে বাড়িতে আসা অতিথিরা । অভিযুক্ত যুবকের নাম বাপ্পা মোল্লা । ইতিমধ্যে অভিযুক্ত যুবকের খোঁজে ডায়মন্ড হারবার থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে ।