বারুইপুর, 19 জুন : একমাস কাটতে না কাটতে ফের বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরে ঘটল শুট আউটের ঘটনা ।
শুক্রবার রাত সাড়ে 9টা নাগাদ মল্লিকপুর রেল গেটের কাছে বাইকে চড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী হাজির হয় ৷ তিন রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় তারা । কেউ হতাহত না হলেও এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ছিলেন এসডিপিও (SDPO) বারুইপুর অভিষেক মজুমদার ও আইসি (IC) বারুইপুর দেবকুমার রায় ৷ ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার হয় ।