ভাঙড়, 20 মার্চ:দিনকয়েক আগেই ফুরফুরা শরিফের (Fur Fura Sharif) এক পীরজাদাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল শওকত মোল্লার বিরুদ্ধে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানাতে অভিযোগও দায়ের হয়েছিল। এবার সেই শওকতই (Shawkat Molla) এখন পালটা তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন। এক্ষেত্রে অবশ্য়ই তিনি কাঠগড়ায় তুলেছেন আইএসএফ-কে।
তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে, এই মর্মে কাশীপুর থানায় লিখিত অভিযোগও দায়ে করেছেন শওকত। তাঁর দাবি, বস্তাবন্দি করে তাঁকে খালে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ৷ এক্ষেত্রে শওকত মোল্লা নির্দিষ্টভাবে তিন জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সূত্রের খবর, এই তিন জনেরই বাড়ি কাশীপুর থানা (Kashipore Police Station) এলাকায়।
জেলমুক্তির পর গত 11 মার্চ ভাঙড়ে আসেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddiqi)। শওকত মোল্লার অভিযোগ, সেই সময় আইএসএফের কিছু কর্মী-সমর্থকরা তাঁর বিরুদ্ধে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছিলেন। পাশাপাশি তাঁকে বস্তাবন্দি করে ভাঙড়ের খালে ফেলে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে তাঁর অভিযোগ। নওশাদের প্রত্যক্ষ মদতেই আইএসএফের কর্মীরা তাঁকে খুন করার চক্রান্ত করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শওকত। ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ।