ভাঙড়, 29 অক্টোবর: ফের ভাঙড়ে উত্তেজনা । গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে (Several People Injured in Bhangar) । ভাঙড়ে একটি 'প্রজেক্ট দখল' করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । ঘটনায় পার্টি অফিস ভাঙচুর করা হয় বলেও অভিযোগ । এই ঘটনার পরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী । ঘটনাটি ঘটেছে ভাঙড় দুই নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের খয়েরপুর এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে একটি প্রজেক্টের জমি দখল করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি হয় । গণ্ডগোলের সময় ইট বৃষ্টি হয় বলেও অভিযোগ । এমনকী দলীয় কার্যালয় ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে ৷ অভিযোগের তির আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলামের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে খয়রুল ।