জয়নগর, 20 মার্চ: অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে অসুস্থ প্রায় 30 জনেরও বেশি গ্রামবাসী । স্থানীয় চিকিৎসাকেন্দ্র ও ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থরা । সোমবার ঘটনাটি ঘটেছে জয়নগর 1 নম্বর ব্লকের রাজাপুর করাবেগের পঞ্চায়েতের বাটরা গ্রামে । ঘটনার পরেই গ্রামে আতঙ্ক ছড়িয়েছে (Several People Ill Due to Food Poisoning in South 24 Parganas) ৷
স্থানীয় সূত্রে খবর, রবিবার বাটরা গ্রামে এক ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান ছিল ৷ সেখানে গ্রামের একাধিক মানুষ খেতে যান ৷ সেই অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পরে সোমবার দুপুর থেকে অসুস্থ হয়ে পড়েন গ্রামের বেশ কয়েকজন মানুষ । অসুস্থদের মধ্যে ডায়েরিয়া ও বমির উপসর্গ দেখা যায় ৷ দ্রুত তাদেরকে প্রাথমিক চিকিৎসা করা হয় ৷ এদের মধ্যে কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় এদিন দুপুরে ভর্তি করা হয় জয়নগর পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে । অসুস্থ গ্রামবাসীরা সেখানে চিকিৎসাধীন ৷
খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন, জয়নগর 1 নম্বরের বিডিও সত্যজিৎ বিশ্বাস-সহ অন্যান্য আধিকারিক ও স্থানীয় থানার পুলিশও ৷ সমস্ত ঘটনা খতিয়ে দেখতে উপস্থিত হয় বটরার বাড়িতে যান মেডিক্যাল টিমও ৷ সকলেই ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ অসুস্থ এক ব্যক্তি আলাউদ্দিন মোল্লা বলেন, " রবিবার রাতে এলাকায় একটি অনুষ্ঠান বাড়ি ছিল ৷ সেই অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল আমাদের পরিবারে বেশ কয়েকজন । অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে বাড়ি আসার পর থেকেই শুরু হয় বমি ও ডায়েরিয়ার লক্ষণ দেখা দেয় ৷ এরপর পরিবারের লোকজনের অসুস্থ পরিবারের সদস্যদের নিয়ে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে । আমাদের মনে হচ্ছে যে ওই অনুষ্ঠান বাড়ির খাবারে কোন প্রকার বিষক্রিয়ার মাধ্যমে । ওই অনুষ্ঠান বাড়িতে থাকা বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়েছে ।"
আরও পড়ুন:শ্রাদ্ধবাড়ির খাবার খেয়ে অসুস্থ 34 আবাসিক খুদে পড়ুয়া
এই ঘটনার পর এলাকায় চিকিৎসকদের একটি দল ইতিমধ্যেই পৌঁছেছে। কীভাবে অনুষ্ঠান বাড়িতে খাবারের মধ্যে বিষক্রিয়া হল তা নিয়ে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ । ইতিমধ্যেই বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গিয়েছে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল সূত্রে।