পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিদ্দিকীর ঘরে ভাঙন! 'বন্দুক দেখিয়ে দল বদল', ক্ষোভ প্রকাশ নওশাদের - আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ

ISF Booth President Join TMC: তৃণমূলে যোগ দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের নাটাপুকুর 60 নম্বর বুথের আইএসএফ সভাপতি সফিকুল ইসলাম-সহ আরও জনা দশকে কর্মীর ৷ রবিবার তাঁরা নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৷

ISF Booth President Join TMC
বন্দুক দেখিয়ে দল বদল

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 11:42 AM IST

'বন্দুক দেখিয়ে দল বদল', ক্ষোভ প্রকাশ নওশাদের

ভাঙড়, 4 ডিসেম্বর:"বন্দুক দেখিয়ে দল বদল ৷ আগামিদিনে বহু তৃণমূলের হেভিওয়েট নেতারা আমাদের দলে যোগদান করবে ।"নিজের দলের লোকেদের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে এভাবেই কটাক্ষ করলেনআইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের নাটাপুকুর 60 নম্বর বুথের আইএসএফ সভাপতি সফিকুল ইসলাম, যিনি আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন । সফিকুল ইসলাম-সহ আরও জনা দশকে কর্মী ৷ রবিবার খইরুল ইসলামের হাত ধরেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন ৷

তারপরই ভাঙ্গড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেন, "যার যে দলকে ভালো লাগবে সে সেই দলে যাবে । পঞ্চায়েত নির্বাচনের পর আমাদের বহু কর্মীকে প্রাণনাশের হুমকি ও ভয় দেখিয়ে শাসক দল তাদের শিবিরে যোগদান করিয়েছে । ভয়ে আইএসএফ কর্মীরা তৃণমূলের ঝান্ডা ধরলেও তাঁরা এখনও আমাদের পাশে আছেন ৷ তৃণমূল থেকে বহু কর্মীর আমাদের দলে যোগদান করেছে । মানুষকে ভয় দেখিয়ে ও বন্ধুকে জোরে বেশিদিন ক্ষমতা ধরে রাখা যায় না । সাধারণ মানুষ আই এসএফের পাশে রয়েছে । "

ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা বলেন, "2021 সালে বহু মানুষকে ধর্মের দোহাই দিয়ে এবং ভুল বুঝিয়ে আইএসএফে যোগদান করানো হয়েছিল । তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরেছ । মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চাইছে । ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই বিভিন্ন আই এস এফ নেতা ও কর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে । তাদেরকেও দলে ফেরানো হবে ।

বিধায়ককে কটাক্ষ করেই ভগবানপুর অঞ্চলের আইএসএফের সেক্রেটারি বাবুসোনা মোল্লা জানান, যারা তৃণমূলে যোগ দিয়েছেন তাঁরা কখনই আইএসএফ-এ ছিলেন না ৷ তাই তাঁদের আইএসএফ ছাড়ার কোনও কথাই নেই ৷ 'দলবদলু' সফিকুল ইসলাম (আগে তৃণমূলে ছিলেন) তৃণমূলে ফিরে গিয়েছে ৷ তৃণমূল তাদের দলের সদ্যদের আবার দলে যোগদান করাচ্ছে । কোনও আইএসএফের নেতা কর্মী দল ছাড়েনি বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. নওশাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করায় হুমকি! মামলা খারিজ বিচারপতির
  2. থানায় রহস্যমৃত্যু থেকে শিক্ষা, প্রতি থানার 24 ঘণ্টার সিসিটিভি ফুটেজ লালবাজারে পাঠানোর নির্দেশ
  3. আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কুলপি, জখম 3; বোমাবাজির অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details