কুলপি, 21 নভেম্বর:জয়নগরের পর এবার উত্তেজনা ছড়াল দক্ষিণ 24 পরগনার কুলপিতে ৷ আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কুলপি থানার দৌলতাবাদ এলাকা । দুই দলের কর্মীরা একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে । এই ঘটনায় গুরুতর জখম হয়েছে তিনজন । আহতদের কুলপি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে । বর্তমানে এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি । এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা রয়েছে কুলপি থানার পুলিশ ।
স্থানীয় সূত্রে খবর, এই ঘটনার সূত্রপাত হয় সোমবার রাতে ৷ স্থানীয় একটি দোকান থেকে রাতে চা খেয়ে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকেরা বাড়ি ফিরছিলেন । সেই সময় তৃণমূল কর্মী সমর্থকদের দেখে কটুক্তি করে আইএসএফ কর্মী সমর্থকেরা বলে অভিযোগ । এর জেরে বচসায় জড়িয়ে পড়ে দুই দলের কর্মী সমর্থকরা । এরপর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কুলপি থানার দৌলতাবাদ এলাকা । মঙ্গলবার দুপুরে হঠাৎ বোমাবজির ঘটনা ঘটে ৷ বোমের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা । এলাকায় মুড়ি-মুড়কির মতন বোমা পড়তে থাকে ।
এলাকায় বোমাবাজির ঘটনার খবর সামনে আসায় সেখানে পৌঁছয় কুলপি থানার পুলিশ । তৃণমূল কর্মীদের দাবি, আইএসএফ সমর্থকেরা তৃণমূলের বেশ কিছু কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি দলীয় কার্যালয়ও ভাঙচুর করে । তবে এলাকায় দুই দলের কর্মী সমর্থকরা একে অপরের বিরুদ্ধে বোমাবাজি অভিযোগ করেছে । আইএসএফের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে স্থানীয় নেতৃত্ব জানায়, "জমি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে । এই ঘটনার সঙ্গে আইএসএফ জড়িত নয় । পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে । গোটা বিষয় তদন্ত করে পুলিশ প্রশাসন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক ।"
যদিও এই বিষয় তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, "আইএসএফ কর্মী সমর্থকেরা ওই এলাকায় বারংবার অশান্তি পাকানোর চেষ্টা করছে । গতকাল বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকদের দেখে কটুক্তি করে আইএসএস কর্মী সমর্থকরা । এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে তারা । আইন আইনের পথে চলবে ।" উভয় দলের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ । এই ঘটনার প্রসঙ্গে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
আরও পড়ুন:
- জোড়া খুনে অগ্নিগর্ভ জয়নগর, সিপিএম সমর্থকদের বাড়ি জ্বালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
- আইন থাকা সত্ত্বেও কেন পিটিয়ে হত্যা ? বিচারের দাবি সাহাবুদ্দিনের পরিবারের
- তৃণমূল নেতা খুনে জয়নগরে ধুন্ধুমার; অভিযুক্তকে পিটিয়ে হত্যা, জ্বলছে গ্রাম