পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bus Accident in Basanti: বাসন্তী রাজ্য সড়কে গাছে ধাক্কা বাসের, আহত কমপক্ষে 20 - বাস দুর্ঘটনা

Bus accident in Basanti Highway: বাসন্তী রাজ্য সড়কে এক বাইকআরোহীকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা মারল বাস ৷ এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 20 জন ৷

Bus Accident in Basanti
বাসন্তী জাতীয় সড়কে বাস দুর্ঘটনা

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 3:53 PM IST

Updated : Sep 6, 2023, 5:16 PM IST

রাজ্য সড়কে গাছে ধাক্কা বাসের, আহত কমপক্ষে 20

বাসন্তী, 6 সেপ্টেম্বর: বাসন্তী রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস । এই ঘটনায় কমপক্ষে 20 জন আহত হয়েছেন ৷ চালক ও খালাসির অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ তাঁদের কলকাতার হাসপাতালে আনা হয় ৷

জানা গিয়েছে, বুধবার বেলা একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তী রাজ্য সড়কের ভোজেরহাট এলাকায় । বাসটি কলকাতার দিক থেকে ঘটকপুকুরের দিকে যাচ্ছিল ৷ বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাসটি ধাক্কা মারে রাস্তার পাশে একটি গাছে । যার জেরে আসন থেকে হুড়মুড়িয়ে পড়েন যাত্রীরা । বাসের চালক ও কন্ডাক্টার গুরুতর আহত হয়েছেন । জখম হন বেশ কয়েকজন যাত্রী ৷

স্থানীয় মানুষ ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করা শুরু করে ৷ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় । প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার দুপুরে বি গার্ডেন ধামাখালি রুটের একটি বাসকে এক বাইক আরোহী ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি বাসের সামনে পড়ে যায় ৷ তখন ওই বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে চালক বাসটিক ফুটপাথের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন । সামনেই ছিল অসংখ্য গাছ । তার একটি গাছে সজোরে ধাক্কা মারে ওই বাসটি । জোরা ধাক্কা মারার ফলে বাসের কেবিনটি দুমড়ে মুচড়ে যায় । বাসের আসনগুলি গিয়ে পড়ে একে-অপরের উপর ৷

আরও পড়ুন:বেহালায় আবারও পথ দুর্ঘটনা, মৃত্যু মহিলার

বাইকটি বাঁচাতে গিয়ে এই বাস দুর্ঘটনা হলেও, বাইক এবং বাইক আরোহী দুজনেই বাসের নীচে চাপা পড়ে । বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশংকাজনক । সব মিলিয়ে 20 থেকে 25 জন বাসযাত্রী এই ঘটনায় আহত হয়েছেন বলে দাবি । বাসের চালক ও খালাসির অবস্থা আশংকাজনক ৷ তাঁদেরকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

Last Updated : Sep 6, 2023, 5:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details