পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোরাই ফোনের ডেটা ডিলিট করে মোটা টাকায় বিক্রি, ধৃত 7 - laptop

বারুইপুর পুলিশ জেলার সুপার রশিদ মুনির খান গতকাল সাংবাদিক বৈঠকে বলেন, "চক্রটি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা এবং হাওড়ার ধুলাগড়ে মূলত সক্রিয় ছিল । দলের পান্ডা সুকান্ত মণ্ডল । চক্রটি ফোন ছাড়াও ল্যাপটপ চুরি করত ।"

মোবাইল
মোবাইল

By

Published : Nov 30, 2019, 9:07 AM IST

বারুইপুর, 30 নভেম্বর : আন্তঃরাজ্য মোবাইল ফোন চুরি চক্রের পান্ডা সহ ৭ জনকে শুক্রবার গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের কাছ থেকে 140 টি ফোন উদ্ধার হয়েছে । এছাড়া পাওয়া গেছে 3 টি ল্যাপটপ । ধৃতদের নাম তাপস মণ্ডল, সঞ্জয় মণ্ডল, কাজি শাজাহান, সুকান্ত মণ্ডল, সন্টু পুরকাইত, সুশীল শর্মা ও শেখ আমজাদ । তাদের গতকাল আদালতে তোলা হয় ।

বারুইপুর পুলিশ জেলার সুপার রশিদ মুনির খান গতকাল সাংবাদিক বৈঠকে বলেন, "চক্রটি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা এবং হাওড়ার ধুলাগড়ে মূলত সক্রিয় ছিল । দলের পান্ডা সুকান্ত মণ্ডল । চক্রটি ফোন ছাড়াও ল্যাপটপ চুরি করত ।"

পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা মোবাইল ফোন চুরি করার পর তার ডেটা ডিলিট করে সেগুলি মোটা টাকায় চোরা বাজারে বিক্রি করত । দলের মধ্যে দু'জন স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছে । বাকিরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ । কয়েক মাস ধরে চক্রটি সক্রিয়া ছিল ।

সম্প্রতি মোবাইল ফোন চুরির তদন্তে নেমে নরেন্দ্রপুর থেকে তাপস মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার রাতে বারুইপুরের সুবুদ্দিপুর এলাকা থেকে সঞ্জয় মণ্ডল ও কাজি শাজাহানকে গ্রেপ্তার করা হয় । তাদের কাছ থেকে জানা যায় কল্যাণপুরের সুকান্ত মণ্ডলের কথা । এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ । সুকান্তকে জিজ্ঞাসাবাদ করে দক্ষিণ দুর্গাপুর থেকে সন্টু পুরকাইতকে গ্রেপ্তার করা হয় । তার বাড়ি থেকেই উদ্ধার হয় ১৪০ টি মোবাইল ফোন ও ৩ টি ল্যাপটপ । সুকান্তর গাড়ির চালক সুশীল শর্মাকেও গ্রেপ্তার করা হয় । গাড়িতে করে সুশীল চোরাই মোবাইল ফোন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি রাজ্যের বাইরে পাচার করত ।

ABOUT THE AUTHOR

...view details