পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

1 বছর পর পোলেরহাটে বোর্ড গঠন, জারি 144 ধারা

অবশেষে বোর্ড গঠন হতে চলেছে ভাঙড়ের পোলের হাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ৷ এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷

By

Published : Aug 14, 2019, 10:41 AM IST

Updated : Aug 14, 2019, 11:12 AM IST

ভাঙড়

ভাঙড়, 14 অগাস্ট : দীর্ঘদিন ধরে ঝুলে ছিল ভাঙড়ের পোলেরহাট 2 নম্বর পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া ৷ অবশেষে আজ কড়া পুলিশি নিরাপত্তায় সকাল 11 টা থেকে সেই প্রক্রিয়া শুরু হবে ৷ অশান্তি এড়াতে এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ জারি করা হয়েছে 144 ধারা ৷ বসানো হয়েছে CCTV ক্যামেরা ৷

পোলেরহাট 2 নম্বর পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 16 টি ৷ এর মধ্যে 2018 সালের পঞ্চায়েত ভোটে 11 টি আসন জেতে তৃণমূল কংগ্রেস ৷ 5টি আসনে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির নির্দল প্রার্থীরা জয়লাভ করেন ৷ পাওয়ার গ্রিড আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পোলেরহাটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে জমি কমিটির সদস্যরা প্রশাসনের অধীনে পঞ্চায়েত চালানোর জন্য জেলাশাসকের কাছে আবেদন করেছিল । অশান্তি এড়াতে মেনে নেওয়া হয় সেই আবেদন ৷ স্থায়ী বোর্ড গঠন না করেই এক বছর ধরে চলছিল পঞ্চায়েত ৷ চলতি বছর 19 মে শেষ হয়েছে প্রশাসনের সেই মেয়াদ ৷ এরপর সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, 25 জুন বোর্ড গঠন হবে । এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় জমি কমিটি ৷ সেই মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে ৷ এরপর 6 অগাস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, 14 তারিখের মধ্যে স্থায়ী বোর্ড গঠন করতে হবে ৷ হাইকোর্টের নির্দেশের পর বোর্ড গঠনে তৎপর হয় প্রশাসন ৷ দেওয়া হয় নোটিশ ৷

অশান্তির আশঙ্কায় আজ সকাল থেকেই পোলেরহাট অঞ্চল শুনশান ৷ বন্ধ রয়েছে দোকানপাট ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ টহল দিচ্ছে পুলিশ ৷ ইতিমধ্যএ এলাকায় পৌঁছেছেন ADG (দক্ষিণবঙ্গ) সঞ্জয় সিং ও DIG (প্রেসিডেন্সি রেঞ্জ) রাজেশ কুমার যাদব ৷

Last Updated : Aug 14, 2019, 11:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details