জয়নগর, 24 জুলাই : ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্পের টাকা নিজের ও আত্মীয়দের অ্যাকাউন্টে পাঠানোর অভিযোগ উঠল স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে । এভাবে প্রায় 8 লাখ টাকা তছরূপ করা হয়েছে বলে অভিযোগ ৷ জয়নগরের শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ের এই ঘটনায় রীতিমতো শোরগোল এলাকায় । অভিযুক্ত স্কুলকর্মী ও তাঁর বাবাকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ ।
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে এবার জালিয়াতির অভিযোগ । সেই অভিযোগে নাম জড়াল স্কুলেরই এক অস্থায়ী কর্মীর । নাম সন্দীপ রায় । জয়নগরের শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের কন্যাশ্রীর টাকা হাতানো হয় বলে অভিযোগ । অভিযোগ, ওই কর্মী নিজের ও পরিচিতদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকিয়ে প্রায় 8 লাখ টাকার আর্থিক জালিয়াতি করেছেন । সন্দীপ ডাটা এন্ট্রির কাজ করতেন শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ে । ফলে কোথায় কত কী লেনদেন হচ্ছে, কোন খাতে কত টাকা আসছে সবই তাঁর জানা ছিল । সেই সুযোগকেই তিনি কাজে লাগান বলে অভিযোগ । বাসনা লস্কর নামে এক ছাত্রীর কথায়, “স্কুলে গিয়ে জানতে পারলাম, যে অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া রয়েছে সেটা আমার অ্যাকাউন্ট নম্বরই নয় । অন্য একটি মেয়ের । আমি বাবাকে বিষয়টা জানাই । বাবা স্কুলে গিয়ে কথা বলে । এরপর শুনলাম অন্যের কাছে টাকা চলে গিয়েছে ।”