বিষ্ণুপুর (দক্ষিণ 24 পরগনা), 1 অগস্ট: বাবার সঙ্গে সাইকেলে করে পরীক্ষা দিতে স্কুল যাচ্ছিল খুদে পড়ুয়া । পথে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল তার । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের গোতলাহাট সেবা নগর এলাকার কৃষ্ণপুরে । ঘটনার পরই ভাঙচুর করা হয়েছে ঘাতক লরিটিকে । চালক আর খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ । মৃত ছাত্রীর নাম কৌশিকী বাগ ।
সে যোগেশ্বরী ইন্সস্টিটিউট অ্যাকাডেমির চতুর্থ শ্রেণির ছাত্রী । স্থানীয় সূত্রে, মঙ্গলবার সকালে তাঁর বাবার সঙ্গে সাইকেলে স্কুলে যাচ্ছিল । পিছন দিক থেকে একটি লরি গিয়ে সাইকেলে ধাক্কা মারে । সাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে যায় কৌশিকী । বেপরোয়া লরির পিছনের চাকা কৌশিকীর পেটের উপর দিয়ে চলে যায় । তাতেই পিষ্ট হয়ে যায় তার শরীর । স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।