গঙ্গাসাগর, 20 ফেব্রুয়ারি: স্কুলে অনিয়মিত প্রধান শিক্ষক থেকে শুরু করে বাকি শিক্ষিকারা ৷ ফলে স্কুল ছেড়ে চলে যাচ্ছে ছাত্রছাত্রীরা। ফলত বন্ধ হয়ে পড়ে রয়েছে স্কুল ৷ এমনই ছবি ধরা পরল দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের সাগর খান সাহেব আবাদ গ্রাম পঞ্চায়েতের রামকরচড় মায়াপুর জুনিয়র হাই স্কুলে। গত একবছর ধরে এমনভাবেই বন্ধ হয়ে পড়ে রয়েছে এই জুনিয়র হাই স্কুল। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক মনোরঞ্জন মণ্ডল নিয়মিত স্কুলে আসেন না ৷ যে কারণেই আস্তে আস্তে ওই স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা কমতে থাকে এবং একসময় পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় স্কুল ।
জানা গিয়েছে, প্রথমে 75 জন ছাত্র নিয়ে শুরু হয়েছিল এই স্কুল ৷ সেখানে নিয়মিত ছাত্রছাত্রীরাও আসত। কিন্তু পরবর্তী সময়ে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী মনোরঞ্জন মণ্ডল। কিন্তু নিয়মিত প্রধান শিক্ষক স্কুলে আসেন না বলে অভিযোগ ৷ যার কারণে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমতে থাকে ৷ কেউ কেউ আবার আশপাশের বিভিন্ন স্কুলে ভর্তি হয়ে যায় ৷ শিক্ষকের অভাবে ছাত্র কমতে কমতে একসময় তা শূন্যতে গিয়ে ঠেকে ৷ তারপর গত একবছর আগে বন্ধ হয়ে যায় জুনিয়ার হাই স্কুল (School Closed due to lack of teacher)।