ঝড়খালি, 29 জুলাই: আর্ন্তজাতিক ব্যাঘ্র দিবসের দিন সামাজিক বড় উদ্যোগ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৷ শনিবার এক অনুষ্ঠানে এসবিআই কর্তা প্রেম অনুপ সিনহা বিষয়টি জানান ৷ এক বছরের জন্য় দুটি বাঘ ও একটি বাঘিনীকে দত্তক নিল এসবিআই ৷ ঝড়খালির রেসকিউ সেন্টারে থাকা সোহন, সোহিনী ও সুন্দরের লালনপালনের জন্য 6 লক্ষ টাকা সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ৷ ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে এদিন দক্ষিণ 24 পগনার ঝড়খালিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ এসবিআই-এর পক্ষ থেকে বাঘের হামলায় মৃত ব্যক্তিদের পরিবারের হাতে এদিন আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে।
বনদফতর ও স্টেট ব্যাংকের যৌথ উদ্যোগে সুন্দরবনের বাঘেদের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে ৷ এই প্রসঙ্গেই দক্ষিণ 24 পরগনার জেলার বনদফতরের আধিকারিক (ডিএফও) মিলন মণ্ডল জানান, এই বিশেষ দিনে বনদফতরের পাশে দাঁড়িয়েছে এসবিআই । এসবিআই-এর পক্ষ থেকে ঝড়খালি রেসকিউ সেন্টারে রয়েছে তিনটি বাঘ সোহন, সোহিনী ও সুন্দর ৷ তাদের এক বছরের লালন পালনের দায়িত্ব নিয়েছে এসবিআই। এছাড়াও এদিন বনদফতরের অনুষ্ঠানে উপস্থিত এক স্বেচ্ছাসেবী সংগঠন জঙ্গলে নজরদারি করার জন্য একটি ড্রোন দিয়েছে বনদফতরকে ৷ পাশাপাশি এদিন বেশ কয়েকজন গ্রামবাসীকে বন দফতরের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে ।