পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

International Tiger Day 2023: আর্ন্তজাতিক ব্যাঘ্র দিবসে তিনটি বাঘ দত্তক নিল এসবিআই - বাঘ দিবস

ব্যাঘ্র দিবসে তিনটি বাঘকে দত্তক নিল এসবিআই ৷ আগামী এক বছরের জন্য সোহিনী, সুন্দর ও সোহন নামে তিনটি বাঘের দায়িত্ব নেওয়ার কথা জানান এসবিআই-এর চিফ জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Jul 29, 2023, 9:56 PM IST

তিনটি বাঘ দত্তক এসবিআই কর্তার

ঝড়খালি, 29 জুলাই: আর্ন্তজাতিক ব্যাঘ্র দিবসের দিন সামাজিক বড় উদ্যোগ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৷ শনিবার এক অনুষ্ঠানে এসবিআই কর্তা প্রেম অনুপ সিনহা বিষয়টি জানান ৷ এক বছরের জন্য় দুটি বাঘ ও একটি বাঘিনীকে দত্তক নিল এসবিআই ৷ ঝড়খালির রেসকিউ সেন্টারে থাকা সোহন, সোহিনী ও সুন্দরের লালনপালনের জন্য 6 লক্ষ টাকা সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ৷ ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে এদিন দক্ষিণ 24 পগনার ঝড়খালিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ এসবিআই-এর পক্ষ থেকে বাঘের হামলায় মৃত ব্যক্তিদের পরিবারের হাতে এদিন আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে।

বনদফতর ও স্টেট ব্যাংকের যৌথ উদ্যোগে সুন্দরবনের বাঘেদের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে ৷ এই প্রসঙ্গেই দক্ষিণ 24 পরগনার জেলার বনদফতরের আধিকারিক (ডিএফও) মিলন মণ্ডল জানান, এই বিশেষ দিনে বনদফতরের পাশে দাঁড়িয়েছে এসবিআই । এসবিআই-এর পক্ষ থেকে ঝড়খালি রেসকিউ সেন্টারে রয়েছে তিনটি বাঘ সোহন, সোহিনী ও সুন্দর ৷ তাদের এক বছরের লালন পালনের দায়িত্ব নিয়েছে এসবিআই। এছাড়াও এদিন বনদফতরের অনুষ্ঠানে উপস্থিত এক স্বেচ্ছাসেবী সংগঠন জঙ্গলে নজরদারি করার জন্য একটি ড্রোন দিয়েছে বনদফতরকে ৷ পাশাপাশি এদিন বেশ কয়েকজন গ্রামবাসীকে বন দফতরের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে ।

এই অনুষ্ঠানে উপস্থিত এসবিআই-এর চিফ জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা তিনি বলেন, "রাজ্য সরকারের এই ব্র্যাঘ সংরক্ষণ প্রকল্পের নিজেদেরকে সামিল করতে পেরে আমরা খুব খুশি । এসবিআই-এর পক্ষ থেকে এক বছরের জন্য তিনটি বাঘের দায়িত্ব নিলাম আমরা ৷ বিশ্ব ব্যাঘ্র দিবসে সুন্দরবনে এসে আমরা খুব আনন্দিত ।"

আরও পড়ুন:15 ফুট লম্বা বালির ভাস্কর্য! আন্তর্জাতিক 'ব্যাঘ্র' দিবসে তাক লাগালেন সুদর্শন

চোরাশিকার, বনাঞ্চল ধ্বংস, বেআইনি ব্যবসার কারণে গত 150 বছরে প্রায় 95 শতাংশ কমেছে বাঘের সংখ্যা । 2010 সাল থেকে শুরু হয়েছিল এই বিশেষ দিনটি পালন । সেন্ট পিটার্সবার্গে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় । প্রসঙ্গত, বিশ্বের মোট বাঘের 70 শতাংশ বাঘ রয়েছে ভারতে । তবে চোরাশিকারী এবং বিশ্বের বিভিন্ন এলাকার প্রত্যন্ত গ্রামে এখনও বাঘ হত্যার প্রবণতা রয়েছে। সেই প্রবণতা কমাতে এবার বনদফতরের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details