সোনারপুর, 16 নভেম্বর : প্রায় দু'বছর পর স্কুল খোলার আনন্দে বিদ্যার দেবী সরস্বতী পায়ে পুষ্পাঞ্জলি দিল খুদে পড়ুয়ারা। তিন মাস আগেই বাগদেবীর অকাল বোধন !
নিজেরা এখনই স্কুলে যেতে না-পারলেও করোনা ভীতি সরিয়ে ফের স্কুল খোলায় খুশি খুদে পড়ুয়ারা ৷ তারাও যাতে দ্রুত স্কুলে ফিরতে পারে বাগদেবীর কাছে সেই প্রার্থনা করল তারা ৷ শুধু পুষ্পাঞ্জলি দেওয়াই নয়, মায়ের মন্দির থেকে তাদের সুস্থ শরীরের কামনা করে চন্দনের ফোঁটাও দেওয়া হয় কপালে।
মঙ্গলবার খুদে পড়ুয়াদের নিয়ে সরস্বতীর অকাল বোধনের আয়োজন করেছিল সোনারপুরের বৈকুণ্ঠপুর বালক সংঘ ৷ স্কুল খোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানো হয় ক্লাবের তরফে। এখানেই গত বছর সরস্বতী পুজোর সময় মায়ের স্থায়ী শ্বেত পাথরের মন্দির তৈরি করা হয়। যেখানে সারা বছর ধরেই সরস্বতীর পুজো হয়। তবে স্কুল খোলার জন্য এদিন বিশেষ পুজোর আয়োজন করেছিল মন্দির কমিটি।