সাগর, 16 ম :সুন্দরবনের বুকে প্রাকৃতিক দুর্যোগ এলেই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় নদী বাঁধ । বারেবারে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা । ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ । নষ্ট হয় কৃষিজমি । আর সাময়িকভাবে সেই সমস্ত ক্ষতবিক্ষত নদী বাঁধ মেরামতি করা হলেও আবার ভরা কটাল ভাঙতে থাকে । বারেবারে নদীর নোনা জল চাষের জমিতে ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে জমির উর্বরতা । তবে সুন্দরবনবাসীর একটাই দাবি, কংক্রিটের নদী বাঁধ করে দেওয়া । মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেও মেলেনি সেই দাবি । এতবার নদীর বাঁধ ভাঙে তাই নোনা জলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছে সুন্দরবনের সাধারণ মানুষ ।
সাগরের কচুবেড়িয়া গ্রামে কয়েক হাজার পরিবারে বাস । প্রতিনিয়ত আতঙ্কের সঙ্গে দিন কাটায় বাসিন্দারা । প্রতিবার মুড়িগঙ্গা নদীর রুদ্র মূর্তির কাছে হার মানে মাটির নদী বাঁধ । গ্রামবাসীদের দাবি, প্রসাশন স্থায়ী নদী বাঁধ না নির্মাণ করে প্রতিবার মাটি দিয়ে নামমাত্রভাবে বাঁধের সংস্কার করে । একটু ভারী বৃষ্টিতে ও কোটালে জোয়ারে জলে ভেঙে যায় নদী বাঁধ । এবার নদী বাঁধের উপরে দাঁড়িয়ে প্রশাসনের উপরে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন গঙ্গাসাগরের কচুবেড়িয়া এলাকার মহিলারা (Locals Demand Concrete Embankment )।