সোনারপুর, 18 মে : পৌরসভার ব্যাঙ্কোয়েট হলকে বদলে ফেলা হল সেফ হোমে ৷ করোনা আক্রান্তদের জন্য সেফ হোম চালু হল রাজপুর সোনারপুর পৌরসভা এলাকায় ৷ যার উদ্বোধনে এসেছিলেন সোনারপুর উত্তর ও দক্ষিণের দুই বিধায়ক ফিরদৌসী বেগম এবং লাভলী মৈত্র ৷
দক্ষিণ 24 পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের উপরে ৷ বর্তমানে রাজপুর সোনারপুর পৌরসভা এলাকায় অন্তত আট হাজার মানুষ করোনায় আক্রান্ত ৷ তা সত্ত্বেও এলাকায় ছিল না সেফ হোম ৷ স্থানীয়রা অনেকদিন ধরেই সেফ হোমের দাবি করে আসছিলেন ৷ কারণ অনেকের বাড়িতেই আক্রান্তদের আলাদাভাবে কোয়ারান্টিনে রাখার ব্যবস্থা নেই ৷ পাশাপাশি করোনা আক্রান্ত অথচ হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ছে না এমন রুগীরাও এই সেফ হোমে থাকতে পারবেন ৷ হাসপাতালে বেড এবং অক্সিজেন না পাওয়া ইমার্জেন্সি রুগীদের এই সেফ হোমে আনা হবে ৷ অক্সিজেন পার্লারও রয়েছে এখানে ৷ রয়েছে চিকিৎসকদের দল, ওষুধপত্র সহ চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম ৷