ভাঙড়, 5 মে: ভোটপ্রচারের সময় ফের আক্রান্ত হলেন RSP প্রার্থী সুভাষ নস্কর । অভিযোগ, পুলিশের সামনেই RSP প্রার্থীকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ভাঙড়ের তারদহ এলাকার ঘটনা । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ।
জয়নগর লোকসভা কেন্দ্রের ভাঙড়ের তারদহ এলাকায় দলীয় কর্মীদের নিয়ে আজ প্রচারে আসেন RSP প্রার্থী সুভাষ নস্কর । অভিযোগ, প্রচার শেষের মুখে তাঁদের উপর লাঠি, বাঁশ নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার পর কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ সুভাষ নস্কর ও কর্মীদের উদ্ধার করে এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা বলে । অভিযোগ, তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরি-সহ তৃণমূলের কর্মী-সমর্থকরা হামলা চালায় ।
RSP প্রার্থী সুভাষ নস্কর বলেন, রাকেশ রায়চৌধুরি প্রচারের সময় তাঁদের রাস্তা আটকে বলে এই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের । এখানে ভোটের প্রচার করা যাবে না । প্রতিবাদ করলে স্থানীয় বামফ্রন্ট নেতা আজিজুর মোল্লাকে গলা ধাক্কা দেওয়া হয় ।
কমিশনের নিয়ম অনুযায়ী, অনুমতি নিয়ে প্রচার বা মিছিল জনসভা করলে প্রশাসনের পক্ষ থেকে ভিডিয়ো ক্যামেরার ব্যবস্থা থাকে। কিন্তু এই ঘটনার সময় প্রশাসনের কোনও ভিডিয়ো ক্যামেরা ছিল না বলেও অভিযোগ তোলেন সুভাষবাবু ।
এর আগে গোসাবার পাঠানখালিতে আক্রান্ত হয়েছিলেন তিনি । আবারও নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সুভাষ নস্কর। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ।