পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tiger spotted at Gosaba : বন দফতরের অফিসের পাশে দক্ষিণরায়, চাঞ্চল্য গোসাবায় - Tiger spotted at Gosaba

বইয়ে পড়া গ্রামে বাঘ বেরোনোর গল্প যেন এখন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন সংলগ্ন এলাকায় ৷ একের পর এক বাঘ লোকালয়ে ঢুকে পড়ছে ৷ যার জেরে আতঙ্ক ছড়িয়েছে ৷ কুলতলির পর গোসাবায় দেখা মিলল দক্ষিণরায়ের (Royal Bengal Tiger spotted near Forest Office at Gosaba) ৷

tiger
বন দফতরের অফিসের পাশেই শুয়ে বাঘ

By

Published : Jan 2, 2022, 7:24 AM IST

গোসাবা, 2 জানুয়ারি : ফের লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার ৷ শনিবার ভর সন্ধ্যায় বাঘের আতঙ্কে গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম (Tiger spotted at Gosaba) ৷ যারা প্রতিদিন দক্ষিণরায়কে খুঁজে বেড়াচ্ছিলেন হন্যে হয়ে, এবার সেই বন দফতরের অফিসের পাশেই দেখা মিলল বাঘের ৷

তবে একের পর এক বাঘ এভাবে সুন্দরবনের জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ায় চিন্তার ভাঁজ পড়েছে বন দফতরের আধিকারিকদের কপালে । কুলতলির পর লাহিড়ীপুর অঞ্চলের চরঘেরী এলাকায় এখনও বাঘকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া জন্য তোড়জোড় চলছে । তার মধ্যে ফের শনিবার সন্ধ্যায় আরও একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে কুমিরমারি এলাকায় ঢুকে পড়ল ।

আরও পড়ুন :Gosaba Tiger Attack : বাঘের হানায় আহত বনকর্মী, গোসাবায় আতঙ্ক

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় কুমিরমারির বাঘনা ফরেস্ট অফিসের সামনের লোকালয়ে দক্ষিণরায়কে শুয়ে থাকতে দেখা গিয়েছে । ফলে কুমিরমারিতেও বাঘের আতঙ্ক ছড়িয়েছে । যদিও খবর পাওয়া মাত্রই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দু'টি ঘুমপাড়াানি গুলি করে বাঘটিকে খাঁচাবন্দি করেন ৷

বন দফতরের অফিসের পাশেই শুয়ে বাঘ

এরপর শনিবার রাতেই বাঘটিকে নৌকায় করে ঝড়খালির উদ্দেশে রওনা দেন বনদফতরের আধিকারিকরা । সেখানে আজ সকালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে বাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন :Tiger terror in Gosaba : কুলতলির পর এবার বাঘের আতঙ্ক গোসাবাতে, তৎপর বন দফতর

ABOUT THE AUTHOR

...view details