দক্ষিণ 24 পরগনা, 2 ডিসেম্বর : বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত 5 । দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত ভাগীরথপুর এলাকায় ।
আজ সকালে বিষ্ণুপুরের ভাগীরথপুর এলাকায় একটি সংস্থার সামনে 117 নম্বর জাতীয় সড়কে এসডি 16 রুটের একটি বাস এবং প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনায় আহত হন গাড়ির চালক ও বাসের যাত্রীসহ মোট 5 জন । তাঁদের আমতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সকলকে । দুর্ঘটনার জেরে যানজট বাড়ে জাতীয় সড়কে ।