বৈকুন্ঠপুর, 27 এপ্রিল : পূর্ণিমার ভরা কোটালের জেরে নদী বাঁধ ভেঙে নোনা জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ঠাকুরের নদীর বাঁধ ভেঙে প্লাবিত মইপিট কোস্টাল থানা এলাকার বৈকুন্ঠপুর গ্রাম । নোনা জলে ক্ষতিগ্রস্ত চাষের জমি ।
নোনা জলে নষ্ট হয়ে গিয়েছে সবজি । জমিতে জল ঢোকায় মাথায় হাত কৃষকদের । আজ সকালে নন্দীর খেয়ার এলাকায় পূর্ণিমার কোটালের জেরে দুটি জায়গায় 50 মিটারের মতো নদী বাঁধ ভেঙে যায় । নদী বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে নোনা জল ঢুকে নষ্ট করেছে চাষযোগ্য জমি । নোনা জলে প্লাবিত বেশ কয়েকটি পরিবারের মানুষজন । কার্যত জলবন্দি হয়ে পড়েছেন বৈকুন্ঠপুর গ্রামের লোকেরা ।