পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ণিমার ভরা কোটালে নদী বাঁধ ভেঙে প্লাবিত বৈকুন্ঠপুর - নদী বাঁধ ভেঙে প্লাবিত বৈকুন্ঠপুর

নোনা জলে নষ্ট হয়ে গিয়েছে সবজি । জমিতে জল ঢোকায় মাথায় হাত কৃষকদের । আজ সকালে নন্দীর খেয়ার এলাকায় পূর্ণিমার কোটালের জেরে দুটি জায়গায় 50 মিটারের মতো নদী বাঁধ ভেঙে যায় । নদী বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে নোনা জল ঢুকে নষ্ট করেছে চাষযোগ্য জমি ।

নদী বাঁধ ভেঙে প্লাবিত বৈকুন্ঠপুর
নদী বাঁধ ভেঙে প্লাবিত বৈকুন্ঠপুর

By

Published : Apr 27, 2021, 4:37 PM IST

বৈকুন্ঠপুর, 27 এপ্রিল : পূর্ণিমার ভরা কোটালের জেরে নদী বাঁধ ভেঙে নোনা জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ঠাকুরের নদীর বাঁধ ভেঙে প্লাবিত মইপিট কোস্টাল থানা এলাকার বৈকুন্ঠপুর গ্রাম । নোনা জলে ক্ষতিগ্রস্ত চাষের জমি ।

নোনা জলে নষ্ট হয়ে গিয়েছে সবজি । জমিতে জল ঢোকায় মাথায় হাত কৃষকদের । আজ সকালে নন্দীর খেয়ার এলাকায় পূর্ণিমার কোটালের জেরে দুটি জায়গায় 50 মিটারের মতো নদী বাঁধ ভেঙে যায় । নদী বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে নোনা জল ঢুকে নষ্ট করেছে চাষযোগ্য জমি । নোনা জলে প্লাবিত বেশ কয়েকটি পরিবারের মানুষজন । কার্যত জলবন্দি হয়ে পড়েছেন বৈকুন্ঠপুর গ্রামের লোকেরা ।

নদী বাঁধ ভেঙে প্লাবিত বৈকুন্ঠপুর

আরও পড়ুন :দিল্লিতে করোনায় মৃত্য়ুর সংখ্য়ায় গরমিলের অভিযোগ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেচ দপ্তর ও গ্রাম পঞ্চায়েতের প্রধান । তারা জানিয়েছে, দ্রুততার সঙ্গে নদী বাঁধ মেরামতির কাজ চলবে । প্রশাসনিক সূত্রে খবর, অসময়ে নদী বাঁধ ভেঙে প্লাবিত হওয়াতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে ।

ABOUT THE AUTHOR

...view details