পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আয়লার স্মৃতি উসকে 'বুলবুল' আতঙ্কে সুন্দরবনবাসী - আতঙ্কে ভুগছেন সু্ন্দরবনবাসী

2009-এ এই সুন্দরবনেই আছড়ে পড়েছিল আয়লা । সেই স্মৃতিই ফের হাতছানি দিচ্ছে সুন্দরবনের বাসিন্দাদের । তাই প্রাণে বাঁচতে ঘর ছাড়ার কথা ভাবছেন তাঁরা ।

সতর্কতা সমুদ্রে

By

Published : Nov 9, 2019, 9:11 AM IST

সুন্দরবন, 9 নভেম্বর : আয়লার ভয়াবহ রূপ দেখেছে সুন্দরবনের বাসিন্দারা । বিপন্ন হয়েছিল জীবনযাপন । ফের সেই একই আতঙ্কে ভুগছেন সু্ন্দরবনবাসী । তবে, এবারের আতঙ্কের কারণ আয়লা নয়, বুলবুল ।

'অতি শক্তিশালী ঘূর্ণিঝড়'-এ পরিণত হয়েছে বুলবুল । আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে । সাগরদ্বীপের খেপুপাড়া মূলত সুন্দরবন এলাকায় বুলবুলের আছড়ে পড়ার বেশি সম্ভাবনা রয়েছে । তাই সুন্দরবনে ক্ষয়-ক্ষতির সম্ভাবনা বেশি । ক্ষতিগ্রস্ত হতে পারে এই উপকূলবর্তী এলাকার জনবসতি । আর তাতেই আতঙ্কিত সুন্দরবনবাসী ।

নবান্নের তরফে গতকাল বিশেষ সতর্কতা জারি করা হয়েছে । প্রতিটি জেলার সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছে রাজ্য সরকারের সচিবালয়ের কর্মীরা । স্কুল শিক্ষা দপ্তরের তরফে সাতটি জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে । এই সাতটি জেলার তালিকায় নাম রয়েছে দক্ষিণ 24 পরগনারও । পাশাপাশি আজ সকাল থেকে 48 ঘণ্টার জন্য কন্ট্রোল রুম পরিষেবার ব্যবস্থা করা হয়েছে । অন্যদিকে কোস্টগার্ড থেকে শুরু করে NDRF কর্মীরা ইতিমধ্যেই বকখালি, কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ সহ বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করছেন ।

2009-এ এই সুন্দরবনেই আছড়ে পড়েছিল আয়লা । নদীর বাঁধ ভেঙে যাওয়ায় ভেসে গেছিল একাধিক গ্রাম । প্রাণ হারিয়েছিলেন অনেকে । সেই স্মৃতিই ফের হাতছানি দিচ্ছে সুন্দরবনের মানুষকে । ইতিমধ্যেই জেলাজুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত । তাই প্রাণে বাঁচতে ঘর ছাড়ার কথা ভাবছেন তাঁরা । কিন্তু ঘর ছেড়েই বা আশ্রয় নেবেন কোথায় ? তাই আতঙ্কেই প্রহর গুনছে সুন্দরবনের মানুষ ।

ABOUT THE AUTHOR

...view details