পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hospital Vandalized: রোগীমৃত্যু ঘিরে ধুন্ধুমার ডায়মন্ড হারবার হাসপাতাল, আক্রান্ত চিকিৎসক - Relatives vandalized Diamond Harbour hospital over minor death

রোগী মৃ্ত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার হাসপাতাল ৷ চিকিৎসার গাফিলতির অভিযোগে কর্তব্যরত চিকিৎসকে মারধর ও হাসাপাতাল ভাঙচুর রোগীর আত্মীয়দের ৷ চিকিৎসককে মারধরের অভিযোগে 8 জনকে আটক করেছে পুলিশ (Relatives vandalized Diamond Harbour hospital over minor death) ৷

Patient Relatives Attack on Doctor
রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার ডায়মন্ড হারবার হাসপাতাল

By

Published : Jun 27, 2022, 10:21 PM IST

ডায়মন্ড হারবার, 27 জুন: নাবালিকার মৃত্যু ঘিরে উত্তেজনা ডায়মন্ড হারবার হাসপাতালে ৷ চিকিৎসার গাফিলতিতে অভিযোগে কর্তব্যরত চিকিৎসক মারধরের অভিযোগ ওঠে রোগীর পরিবারের বিরুদ্ধে । রবিবার ভোরে ডায়মন্ড হারবার হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল 9 বছরের নেহা পারভিন ৷ দ্রুত চিকিৎসা শুরু হলেও সময় গড়াতেই নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ রবিবার বিকেলেই মৃত্যু হয় তার ৷ এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগীর পরিবারে আত্মীয়রা চিকিৎসকের উপর চড়াও হয় এবং হাসপাতাল ভাঙচুর করে ৷ ঘটনায় ইতিমধ্যেই 8 অভিযুক্তকে আটক করেছে পুলিশ (Relatives vandalized Diamond Harbour hospital over minor death) ৷

পুলিশ সূত্রে খবর, রোগীর মৃত্যুর পর কর্তব্যরত চিকিৎসকদের উপর হামলা চালায় নাবালিকার পরিবারের সদস্যরা। গুরুতর জখম হন চিকিৎসক অমিত পল এবং আর্সেনাল রাজা । এই ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে । হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার পুলিশ ৷ কর্তব্যরত চিকিৎসকদের মারধরের অভিযোগে 8 জনকে আটক করা হয়।

রোগীমৃত্যু ঘিরে ধুন্ধুমার ডায়মন্ড হারবার হাসপাতাল

আরও পড়ুন:রোগী মৃত্যু ঘিরে হাসপাতালে ভাঙচুর, আহত 5 নিরাপত্তারক্ষী

ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে অতিরিক্ত সুপার সুপ্রিম সাহা জানান, ভোররাতে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে নেহা পারভিন নামে 9 বছরের একটি মেয়েকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করেছিল পরিবারের লোকজনেরা । কর্তব্যরত চিকিৎসক যথাসাধ্য চেষ্টা চালালেও তা বিফলে যায়। এরপরেই রোগীর পরিবারের লোকজনেরা কর্তব্যরত চিকিৎসকদের ওপর চড়াও হয় ও মারধর করে। দোষীদের শাস্তির দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

ABOUT THE AUTHOR

...view details