সুন্দরবন, 7 অগস্ট: নিম্নচাপের আশঙ্কা বাড়ছে বাংলায়(low pressure forecast) । উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । যার জেরে মৎস্যজীবীদের জন্য জারি করা হল লাল সতর্কতা(Red Alert for Fisherman) ।
জানা গিয়েছে, আগামী 8 অগস্ট অর্থাৎ সোমবার থেকে 11 অগস্ট পর্যন্ত উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া । সেই সঙ্গে হবে বৃষ্টিপাতও । আর সেই কারণেই মৎস্যজীবীদের 8 থেকে 11 অগস্ট উপকূলে মাছ ধরতে যাওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা । 7 তারিখ রাতের মধ্যেই সমুদ্র উপকূল থেকে তাঁদের ফিরে আসতে বলা হয়েছে । পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলাকালীন উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । ওই চারদিন জারি থাকবে লাল সতর্কতা ।
সুন্দরবন এলাকার একটি বড় অংশের মানুষ জীবিকা নির্বাহ করে মাছ ধরে । কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগরদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি-সহ দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকার মৎস্যজীবীদের কপালে এখন চিন্তার ভাঁজ । কারণ, আবহাওয়া আবারও প্রতিকূল । নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে । যার জেরে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য মৎস্য দফতর ।