পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jadavpur Student Death: 'ও এরকম করতে পারে বিশ্বাস হচ্ছে না', মন্তব্য যাদবপুর কাণ্ডে ধৃত সুমনের বাবার - jadavpur university

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় সুমন নস্কর নামে এক প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ছেলে এরকম ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে, তান মানতেই পারছে না ধৃতের পরিবার ৷

ETV Bharat
যাদবপুরকাণ্ডে ধৃত সুমনের বাবার প্রতিক্রিয়া

By

Published : Aug 16, 2023, 6:06 PM IST

ধৃত সুমনের বাবার বক্তব্য

মন্দিরবাজার, 16 অগস্ট:যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় বুধবার আরও 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের মধ্যে 3 জন যাদবপুরের বর্তমান পড়ুয়া, বাকি 3 জন প্রাক্তনী ৷ ধৃতদের মধ্যে রয়েছেন সুমন নস্কর নামে এক প্রাক্তন পড়ুয়া । দক্ষিণ 24 পরগনার কুলপি থানার অন্তর্গত আট মসিপুর গ্রামে সুমনের বাড়ি হলেও গত কয়েক বছর ধরে পড়াশোনার কারণে মন্দির বাজার থানা এলাকার মাধবপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে সে। সুমনের বাড়ির সদস্যরাও সেখানে এসে বসবাস শুরু করেন। এই বাড়ি থেকেই সুমনকে আটক করে নিয়ে যায় পুলিশ ।

ঘটনা প্রসঙ্গে ধৃত সুমনের বাবা জগদীশ নস্কর বলেন, "পুলিশ এল, এসে দরজা খুলতে বলল, আমি আর আমার স্ত্রী দরজা খুললাম । আমায় নাম জিজ্ঞাসা করল, ছেলে কোথায় জিজ্ঞাসা করল, আমি ছেলেকে ডাকলাম । আধার কার্ড দেখতে চাইল, দেখালাম । আমি জানতে চাইলাম কেন নিয়ে যাওয়া হচ্ছে । বলল যাদবপুরে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে । সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। এখন গ্রেফতার করছি না। ফোন নম্বর লিখে নিল। বলল পরে আইনগতভাবে কিছু হলে জানাব ।"

আরও পড়ুন:'আমার ছেলে নির্দোষ', দাবি যাদবপুর কাণ্ডে ধৃত অসিতের মায়ের

জগদীশবাবু আরও জানিয়েছেন, ঘটনার দিন তাঁর ছেলে যাদবপুরেই ছিল । তবে ঘটনার মূহূর্তে সুমন সেখানে ছিল না বলেই দাবি তার বাবার । সুমন কি এই ঘটনায় যুক্ত ? উত্তরে জগদীশবাবু বলেন, "কোনও মতেই আমি বিশ্বাস করতে পারি না, ও কোনওদিন এরকম কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না ।" সুমনের দিদি তিথি নস্কর বলেন, "সুমন বাড়িতে এসে সম্পূর্ণ ঘটনাটি বলেছিল কিন্তু আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম ওকে । এই ঘটনার সঙ্গে কোনওরকম ভাবে ও যুক্ত নয় ।" গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের দ্বিতলের বারান্দা থেকে পড়ে মৃত্য হয় বাংলা প্রথম বর্ষের এক ছাত্রের ৷ ব়্যাগিংয়ের কারণেই তাঁর এই মৃত্যু বলে অভিযোগ ৷ এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে উত্তাল রাজ্য-রাজনীতি ৷

ABOUT THE AUTHOR

...view details