মন্দিরবাজার, 16 অগস্ট:যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় বুধবার আরও 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের মধ্যে 3 জন যাদবপুরের বর্তমান পড়ুয়া, বাকি 3 জন প্রাক্তনী ৷ ধৃতদের মধ্যে রয়েছেন সুমন নস্কর নামে এক প্রাক্তন পড়ুয়া । দক্ষিণ 24 পরগনার কুলপি থানার অন্তর্গত আট মসিপুর গ্রামে সুমনের বাড়ি হলেও গত কয়েক বছর ধরে পড়াশোনার কারণে মন্দির বাজার থানা এলাকার মাধবপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে সে। সুমনের বাড়ির সদস্যরাও সেখানে এসে বসবাস শুরু করেন। এই বাড়ি থেকেই সুমনকে আটক করে নিয়ে যায় পুলিশ ।
ঘটনা প্রসঙ্গে ধৃত সুমনের বাবা জগদীশ নস্কর বলেন, "পুলিশ এল, এসে দরজা খুলতে বলল, আমি আর আমার স্ত্রী দরজা খুললাম । আমায় নাম জিজ্ঞাসা করল, ছেলে কোথায় জিজ্ঞাসা করল, আমি ছেলেকে ডাকলাম । আধার কার্ড দেখতে চাইল, দেখালাম । আমি জানতে চাইলাম কেন নিয়ে যাওয়া হচ্ছে । বলল যাদবপুরে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে । সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। এখন গ্রেফতার করছি না। ফোন নম্বর লিখে নিল। বলল পরে আইনগতভাবে কিছু হলে জানাব ।"