মথুরাপুর, 10 মে : দিনের পর দিন পশ্চিমবঙ্গে BJP কর্মীদের সংখ্যা বেড়েই চলেছে । আজ মথুরাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শ্যামাপ্রসাদ হালদারের সমর্থনে নির্বাচনী সভায় এসে বললেন রাজনাথ সিং । সভাটি হয় মথুরাপুর থানার অন্তর্গত কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল লাগোয়া মাঠে ।
BJP ঝড়ে ভয় পেয়েছেন মমতাদি : রাজনাথ - modi
BJP প্রার্থীর সমর্থনে মথুরাপুরে নির্বাচনী সভা করলেন BJP নেতা রাজনাথ সিং । সেখানে তৃণমূলকে কটাক্ষ কম, গত পাঁচ বছরে BJP সরকার দেশের জন্য কী কী করেছে তাই তুলে ধরলেন তিনি ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ বলেন, "BJP ঝড়ে ভয় পেয়েছেন মমতাদি। আর সেই কারণে ফণী ঝড়ের সময় ভয়ে প্রধানমন্ত্রীর ফোন ধরেননি তিনি । গণতন্ত্রে প্রধানমন্ত্রী কোনও ব্যক্তি বিশেষ হন না । প্রধানমন্ত্রী একটা প্রতিষ্ঠানের মতোই হন । আর গণতান্ত্রিক দেশের বাসিন্দা হিসেবে আমাদের সকলকেই সেই প্রতিষ্ঠানকে সম্মান করা উচিত । এরাজ্যে ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন । বন্ধ কারখানা খোলা হবে । কিন্তু কিছুই হয়নি । এরাজ্যে এখন শুধুই আইনশৃঙ্খলার অবনতি চলছে । যে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি চলে সেই রাজ্যের মুখ্য়মন্ত্রী একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী বলে আমি মনে করি ।"
রাজনাথ আরও বলেন, "গত পাঁচ বছরে দেশ অনেক বেশি আর্থিকভাবে সবল হয়েছে । দেশের স্থল, বায়ু ও নৌশক্তি বৃদ্ধি হয়েছে অনেকগুণ । বর্তমানে ভারতের কাছে অ্যান্টি স্যাটেলাইট মিজ়াইল রয়েছে । যা দেখে অনেক দেশই ভারতকে সমঝে চলছে । আগামী পাঁচ থেকে আট বছরের মধ্যে দেশের সমস্ত মানুষ দারিদ্রসীমার উপরে থাকবেন । এত তাড়াতাড়ি যদি কোনও সরকার কাজ করেছে, তাহলে তাদের ভোট দিন, নাহলে আমাদের দিন ।" মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এরাজ্যে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেন রাজনাথ। তিনি বলেন, "মায়ানমারের সাথে কথা বলে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দেওয়া হবে । BJP তথা নরেন্দ্র মোদি দেশের সমস্ত হিন্দু, মুসলিম, খিশ্চিয়ান, জৈন সকল ধর্মের মানুষকে নিয়ে চলতে চান । দেশকে ভাগ করে আমরা এগিয়ে যেতে চাই না ।"