রায়দিঘি , 14 মে : রায়দিঘি সহ সমগ্র রাজ্যবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন রায়দিঘির বিধায়ক অলক জলদাতা । সোশ্যাল মিডিয়ায় এসে তিনি বলেন , " আপনারা খুশির ইদে পশ্চিমবঙ্গের সরকারের করোনা বিধি মেনে সবাই মাস্ক ব্যবহার করবেন , স্যানেটাইজার ব্যবহার করবেন , নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন ,তারপর আনন্দ উপভোগ করবেন ৷ "
পবিত্র রমজান মাসে এক মাসব্যাপী রোজ়া পালনের পর আসে খুশির ইদ ৷ তবে করোনা সতর্কতায় গতবছরের মত এই বছরও ইদের আনন্দকে সোশাল মিডিয়ার মাধ্যেমেই প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়ার নির্দেশ দিচ্ছে রাজ্য সরকার ৷
আরও পড়ুন : পথে নামবে আরও সরকারি বাস, সোমবার থেকে চালু হচ্ছে ভেসেল পরিষেবা
এই একই বার্তা শোনা গেল রায়দিঘির বিধায়ক অলক জলদাতার গলায়ও ৷ তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান , " আমি রায়দিঘি বিধানসভার বিধায়ক হিসেবে প্রত্যেক সংখ্যালঘু তথা মুসলিম ভাই বোনদের আমার তরফ থেকে ইদের প্রীতি , শুভেচ্ছা ও অভিনন্দন , নমস্কার ও সালাম জানাই ৷...আপনাদের কাছে করোজোড়ে অনুরোধ করব আপনারা মাথায় রাখবেন করোনা কিন্তু এখনও যায়নি ৷...আপনারা খুশির ইদে পশ্চিমবঙ্গের সরকারের করোনা বিধি মেনে সবাই মাস্ক ব্যবহার করবেন , স্যানেটাইজার ব্যবহার করবেন , নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন ,তারপর আনন্দ উপভোগ করবেন ৷ ধন্যবাদ ৷ "