পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রামনাম শুনলে পেত্নিও পালায় : রাহুল - baruipur

দেশজুড়ে চলছে BJP-র সদস্য সংগ্রহ কর্মসূচি ৷ এরাজ্যেও বৃক্ষরোপণের সঙ্গে সঙ্গে চলছে সদস্য সংগ্রহ ৷ গতকাল সেই কর্মসূচি পালনের জন্যই বারুইপুরে গেছিলেন BJP নেতা রাহুল সিনহা । সেখানে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাহুল সিনহার ৷

BJP নেতা রাহুল সিনহা

By

Published : Jul 25, 2019, 2:19 PM IST

বারুইপুর, 25 জুলাই : রাম নাম শুনলে ভূত-পেত্নি পালায় ৷ ছোটোবেলায় কথাটা শুনেছিলেন ৷ কিন্তু দেখেননি ৷ এখন দেখছেন কথাটা সত্যি ৷ রামনামের গুণে ভূত কেন পেত্নিও পালায় ৷ নাম না করে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন BJP নেতা রাহুল সিনহা ৷ তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী রামনাম জপ করতেই চান না ৷

মদন মিত্র বাড়িতে রামপুজো বন্ধ করা প্রসঙ্গে রাহুলবাবু বলেন , "মমতা ব্যানার্জি এখন রামকে সরিয়ে দিতে চান ৷ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ রামকেই রাখবেন ৷ যার জন্য ছোটো ছোটো বাচ্চার মুখেও এখন "জয়শ্রীরাম" চলছে ৷ আটকাবে কী করে ? আমরা ছোটোবেলায় শুনেছি যদিও দেখিনি রামনাম বললে ভূত পেত্নি পালায় ৷ এখন দেখছি কথাটা সত্য ৷ রামনাম শুনলে ভূতও পালায় পেত্নিও পালায় ৷"

সারা দেশজুড়ে চলছে BJP-র সদস্য সংগ্রহ কর্মসূচি ৷ এরাজ্যেও বৃক্ষরোপণের সঙ্গে সঙ্গে চলছে সদস্য সংগ্রহ ৷ গতকাল সেই কর্মসূচি পালনের জন্যই বারুইপুরে গেছিলেন BJP নেতা রাহুল সিনহা । জানান, ইতিমধ্যেই দলের সদস্য সংখ্যা সাড়ে এগারো কোটি ছাড়িয়েছে । আগামী দিনে এই সংখ্যাটা আরও অনেক ছাড়াবে বলেই দাবি তাঁর ৷

সম্প্রতি কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বেশিরভাগ পদেই জয়ী হয়েছেন BJP সমর্থিত প্রার্থীরা । 15টি আসনের মধ্যে 8টিতেই জয়ী হয়েছেন তাঁরা । এবিষয়ে রাহুলবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "এখন যেখানেই নির্বাচন হবে সেখানেই তৃণমূল হারবে ৷ BJP-র জয়জয়কার হবে ৷ এটাই হচ্ছে অঙ্ক ৷ নতুন কিছু নয় ৷ কারণ, 21 তারিখের মিটিং দেখে বুঝতে পারছেন এত ডিম-ভাত খাইয়ে, পয়সা দিয়েও সেখানে লোক এল না ৷ "

ABOUT THE AUTHOR

...view details