ভাঙড়, 1 এপ্রিল : ভাঙড়ের কাঁঠালিয়া বাসস্ট্যান্ড থেকে ভাঙড় কলেজ মোড়, মাত্র এক কিলোমিটার রাস্তা । এই এক কিলোমিটারের মধ্যে পাঁচ পাঁচটি বাড়ি । এলাকায় যা 'লাভ বাড়ি' নামে পরিচিত । কোনওটি চারতলা,কোনওটি তিনতলা, কোনওটি বা আবার দু'তলা । এই বাড়িগুলি এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তথা এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাসসের হোসেনের (Huge property of TMC leader in Bhangar)। শুধু প্রাসাদোপম একাধিক বাড়িই নয়, এলাকায় কয়েক বিঘা জমিও কেনা রয়েছে তাঁর ৷ যার বাজার মূল্য কয়েক কোটি টাকা ৷
স্থানীয় সূত্রে খবর, রাজনীতিতে আসার আগে কাঁঠালিয়া বাসস্ট্যান্ডের পাশে একটি দোকান ভাড়া নিয়ে কাটা তেলের ব্যবসা করতেন মোদাসসের হোসেন । অভিযোগ, কেরোসিন, ডিজেল, পেট্রল বিক্রি করতেন অবৈধ ভাবে । 2005 সালে এলাকার তৃণমূল কংগ্রেস নেতা অহিদুল ইসলাম-আরাবুল ইসলামদের হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি তাঁর । তারপর থেকেই স্থানীয় রাজনীতিতে উথ্থান হয় মোদাসসেরের ৷ 2006 সালে আরাবুল ইসলাম ভাঙড় বিধানসভা থেকে জয় পেয়েছিলেন । সেই নির্বাচনে ভোগালি-2 গ্রাম পঞ্চায়েত এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মোদাসসের ।