ক্যানিং, 27 সেপ্টেম্বর : জমা জলে মানুষকে যে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, তারই সাক্ষী থাকল দক্ষিণ 24 পরগনার ক্যানিং- 2 ব্লক ৷ বৃষ্টি থামলেও এই ব্লকের অধিকাংশ এলাকাই এখনও জলমগ্ন ৷ জলে ভাসছে মাঠ, ঘাট, রাস্তা ৷ জল ঢুকেছে ঘরের ভিতরেও ৷ আর ভেলায় চড়ে সেই জল পেরিয়েই বাচ্চাদের পোলিও খাওয়ালেন আশাকর্মীরা ৷ রবিবার ধরা পড়ল এই করুণ ছবি ৷
আরও পড়ুন :Kolkata Police : আসন্ন দুর্যোগের মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুলিশ
পোলিও খেল একরত্তি একটি শিশু ৷ তাকে নিয়ে বুক-জলে হাঁটা দায় ৷ তাই অ্য়ালমুনিয়ামের হাঁড়ির ভিতর বাচ্চাকে শুইয়ে সেই হাঁড়ি জলে ভাসিয়ে আনলেন বাবা ! যা দেখে খাবি খাওয়া জোগাড় হয় আশাকর্মীদেরও ৷ কারণ, সামান্য ভুলেও যদি শিশুটি হাঁড়ি থেকে পড়ে যায়, তাহলে তার প্রাণ বাঁচানো কার্যত অসম্ভব ৷ হাঁড়িতে ঘুমিয়ে থাকা ছোট্ট শিশুর মুখে পোলিওর ফোঁটা দিতেই জেগে ওঠে সে ৷ এরপর আঙুলে দাগ দেওয়ার পালা ৷ হয়তো বড়দের এইসব কাজে বেজায় বিরক্ত হয়েছিল সে ৷ তাই হাঁড়িতে পাতা বিছানায় শুয়েই কাঁদতে শুরু করে শিশুটি ৷ ঘটনাটি ঘটে সারেঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের সিংহেশ্বরি গ্রামে ৷ শিশুটির বাবা জানান, বাচ্চাকে পোলিও খাওয়ানো জরুরি ৷ তাই জল ভেঙে তাকে নিয়ে আসা ছাড়া আর কোনও উপায় ছিল না ৷