পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pulse Polio : দুধের সন্তানকে হাঁড়িতে ভাসিয়ে পোলিও খাওয়াতে আনলেন বাবা - জলবন্দি

বৃষ্টির জমা জলে বন্দি গোটা এলাকা ৷ তার মধ্যেই ছিল পোলিও রবিবার ৷ একরত্তি শিশুকে পোলিও খাওয়ানোর জন্য তাকে হাঁড়ির মধ্যে শুইয়ে জলে ভাসিয়ে নিয়ে আসেন বাবা ৷ এই ঘটনা দক্ষিণ 24 পরগনার ক্যানিং- 2 ব্লকের ৷

pulse polio drive in waterlogged canning
Pulse Polio : দুধের সন্তানকে হাঁড়িতে ভাসিয়ে পোলিও খাওয়াতে আনলেন বাবা !

By

Published : Sep 27, 2021, 3:27 PM IST

Updated : Sep 27, 2021, 6:03 PM IST

ক্যানিং, 27 সেপ্টেম্বর : জমা জলে মানুষকে যে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, তারই সাক্ষী থাকল দক্ষিণ 24 পরগনার ক্যানিং- 2 ব্লক ৷ বৃষ্টি থামলেও এই ব্লকের অধিকাংশ এলাকাই এখনও জলমগ্ন ৷ জলে ভাসছে মাঠ, ঘাট, রাস্তা ৷ জল ঢুকেছে ঘরের ভিতরেও ৷ আর ভেলায় চড়ে সেই জল পেরিয়েই বাচ্চাদের পোলিও খাওয়ালেন আশাকর্মীরা ৷ রবিবার ধরা পড়ল এই করুণ ছবি ৷

আরও পড়ুন :Kolkata Police : আসন্ন দুর্যোগের মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুলিশ

পোলিও খেল একরত্তি একটি শিশু ৷ তাকে নিয়ে বুক-জলে হাঁটা দায় ৷ তাই অ্য়ালমুনিয়ামের হাঁড়ির ভিতর বাচ্চাকে শুইয়ে সেই হাঁড়ি জলে ভাসিয়ে আনলেন বাবা ! যা দেখে খাবি খাওয়া জোগাড় হয় আশাকর্মীদেরও ৷ কারণ, সামান্য ভুলেও যদি শিশুটি হাঁড়ি থেকে পড়ে যায়, তাহলে তার প্রাণ বাঁচানো কার্যত অসম্ভব ৷ হাঁড়িতে ঘুমিয়ে থাকা ছোট্ট শিশুর মুখে পোলিওর ফোঁটা দিতেই জেগে ওঠে সে ৷ এরপর আঙুলে দাগ দেওয়ার পালা ৷ হয়তো বড়দের এইসব কাজে বেজায় বিরক্ত হয়েছিল সে ৷ তাই হাঁড়িতে পাতা বিছানায় শুয়েই কাঁদতে শুরু করে শিশুটি ৷ ঘটনাটি ঘটে সারেঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের সিংহেশ্বরি গ্রামে ৷ শিশুটির বাবা জানান, বাচ্চাকে পোলিও খাওয়ানো জরুরি ৷ তাই জল ভেঙে তাকে নিয়ে আসা ছাড়া আর কোনও উপায় ছিল না ৷

তবে শুধুমাত্র শিশুর অভিভাবকরা নন ৷ জলমগ্ন ক্যানিং-2 ব্লকে পোলিও রবিবারের কর্মসূচি পালন করতে গিয়ে নাকানিচোবানি খেতে হয় আশাকর্মীদেরও ৷ নোংরা জমা জলেই একের পর এক গ্রাম ঘুরে কর্তব্য পালন করেন তাঁরা ৷ শিশুদের কাউকে কোলে করে, কাউকে বা কাঁধে চড়িয়ে নিয়ে আসা হয় পোলিও খাওয়ানোর জন্য ৷ অভিভাবকরা জানিয়েছেন, এভাবে জমা জলে বাচ্চাদের বের করায় ঝুঁকি আছে ৷ কিন্তু পোলিও না খাওয়ালে আরও বড় ক্ষতি হতে পারে ৷ তাই কষ্ট করে হলেও আশাকর্মীদের কাছে পৌঁছে গিয়েছেন তাঁরা ৷

দুধের সন্তানকে হাঁড়িতে ভাসিয়ে পোলিও খাওয়াতে আনলেন বাবা

আরও পড়ুন :Bhangore Clash : বৃষ্টির জমা জল সরানো নিয়ে সংঘর্ষে বোমাবাজি, চলল গুলিও

তবে আশাকর্মীরা যেভাবে কাজ করেছেন, তাঁদের সেই প্রচেষ্টা দেখে খুশি এলাকার বাসিন্দারা ৷ কিন্তু প্রশ্ন উঠছে, এভাবে আর কতদিন জমা জলে দুর্ভোগ পোহাতে হবে গ্রামীবাসীকে ৷ এদিকে, আবহবিদরা বলছেন, ঘূর্ণাবর্তের প্রভাবে মঙ্গলবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৷ এর জেরে দুর্ভোগ আরও বাড়বে বলেই আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের ৷

Last Updated : Sep 27, 2021, 6:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details