ডায়মন্ড হারবার, 7 মে : করোনা পরিস্থিতিতে হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা হুহু করে বাড়তে থাকায় দেখা দিয়েছে ভয়াবহ অক্সিজেন ঘাটতি । আর তা মেটাতে একাধিক হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর । এবার দক্ষিন 24 পরগনার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হচ্ছে প্রেশার সুইং অ্যার্ডজপশন (পিএসএ) মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট । হাসপাতালের পুরাতন ভবনের কাছে জোরকদমে চলছে প্ল্যান্ট তৈরির কাজ । সব ঠিকঠাক থাকলে আগামী দু'এক দিনের মধ্যে এই প্ল্যান্ট চালু হয়ে যাবে বলে জানিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ । এবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সরবরাহ করা হবে এই প্ল্যান্ট থেকে ।
ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ মহকুমার করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য একমাত্র ভরসা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ । কিন্তু দিনদিন রোগীর সংখ্যা বাড়তে থাকলেও বাড়েনি অক্সিজেনের জোগান । কোভিড হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল মিলিয়ে মেডিকেল কলেজে মোট কোভিড বেডের সংখ্যা 160 । তবে অধিকাংশ বেডেই এখন রোগী রয়েছেন এখন । হাসপাতালে চিকিৎসাধীন সিংহভাগ করোনা আক্রান্তেরই শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে । কিন্তু অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ায় চরম উদ্বেগের মধ্যে পড়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ । অক্সিজেন প্ল্যান্ট চালু হলে এই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তাঁরা ।
মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের নির্দেশে দিনে তিনবার করে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হয় হাসপাতালে । 160 টি বি-সিলিন্ডার এবং 80 টি ডি-সিলিন্ডার বোঝাই অক্সিজেনের জোগান থাকলেও রোগী আধিক্যের জেরে অক্সিজেন ফুরিয়ে যায় নিমেষে । কিন্তু কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে হাসপাতালের পুরোনো ভবনের কাছে তৈরি হওয়া 'পিএসএ' মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট চালু হলে প্রতিদিন গড়ে 100 থেকে 120টি ডি-সিলিন্ডারে সমপরিমাণ অক্সিজেন পাওয়া যাবে । যা থেকে ঘাটতি অনেকটাই মিটবে বলে মত কর্তৃপক্ষের । প্ল্যান্ট থেকে পাইপ লাইন এনে জুড়ে দেওয়া হবে হাসপাতালের ম্যানিফোল্ড রুমে । আর সেখান থেকে গোটা হাসপাতালেই অক্সিজেন সরবরাহ করা হবে । এখন জোর কদমে প্ল্যান্টের পাইপ লাইন এবং বিদ্যুৎ সংযোগের কাজ চলছে । সব ঠিকঠাক থাকলে আগামী দু'দিনের মধ্যে প্ল্যান্ট চালু করতে চাইছে হাসপাতাল কর্তৃপক্ষ ।