পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফেসবুকে প্ররোচনামূলক পোস্ট, হাবড়া থেকে গ্রেফতার অভিযুক্ত - সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালিয়ে দেবু দাস নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ ৷ ফেসবুকে একটি প্ররোচনামূলক পোস্ট করেন তিনি ৷ বিষয়টি নজরে আসতেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইউজার আইডি দিয়ে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হয় ৷ জানা যায়, দেবু দাস নরেন্দ্রপুরের খেয়াদহের বাসিন্দা ৷

Provocative post on Facebook accused arrest from Habra by narendrapur police
ফেসবুকে প্ররোচনামূলক পোস্ট, হাবড়া থেকে গ্রেফতার অভিযুক্ত

By

Published : May 15, 2021, 7:03 PM IST

দক্ষিণ 24 পরগনা, 15 মে : ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ উত্তর 24 পরগনা জেলার হাবড়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তের নাম দেবু দাস ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করেছে ৷

আরও পড়ুন : সোশ্যাল অ্য়াকাউন্ট হ্য়াকের অভিযোগ লক্ষ্মীর

সিআইডি সূত্রে খবর, তারা সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালিয়ে দেবু দাসের ফেসবুকে একটি পোস্ট ট্র্যাক করেন ৷ যে পোস্টে প্ররোচনামূলক মন্তব্য করা হয়েছিল ৷ বিষয়টি নজরে আসতেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইউজার আইডি দিয়ে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হয় ৷ জানা যায়, দেবু দাস নরেন্দ্রপুরের খেয়াদহের বাসিন্দা ৷ তড়িঘড়ি বিষয়টি নরেন্দ্রপুর থানাকে জানানো হয় ৷ নরেন্দ্রপুর থানার পুলিশ এর পর অভিযুক্ত দেবু দাসকে উত্তর 24 পরগনার হাবড়া থেকে গ্রেফতার করে আজ ৷ বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্ত দেবু দাসের মোবাইল ফোন ৷ সেখানে আর এমন কোনও পোস্ট বা বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা

ABOUT THE AUTHOR

...view details