ডায়মন্ড হারবার, 13 জুন: রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক । তার মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে কার্যত লকডাউন । কার্যত লকডাউনের প্রভাবে করোনার সংক্রমণ আংশিক হ্রাস পেলেও এখনও পর্যন্ত রাজ্য থেকে করোনা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়নি । রাজ্যবাসীদের জন্যে দ্রুত টিকাকরণের কাজও চালাচ্ছে রাজ্য সরকার ।
দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা ব্যয়ে এদিন ডায়মন্ডহারবার পৌরসভা ও ডায়মন্ডহারবারের পঞ্চায়েতগুলিতে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয় । আনুষ্ঠানিক ভাবে ডায়মন্ডহারবারের ৪টি পৌর এলাকায় ও ৮টি পঞ্চায়েত এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করলেন ডায়মন্ডহারবারের মহকুমা শাসক সুকান্ত সাহা ও ডায়মন্ডহারবার বিধানসভার নবনির্বাচিত বিধায়ক পান্নালাল হালদার ৷ এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ উমাপদ পুরকাইত।