পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: আইএসএফ প্রার্থীকে নিয়ে গিয়েছে পুলিশ, কুলপিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ - Protests by blocking the national highway in Kulpi

কুলপি বাগারিয়া 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা । খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

Etv Bharat
কুলপিতে জাতীয় সড়ক অবরোধ

By

Published : Jul 3, 2023, 2:36 PM IST

কুলপিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

কুলপি, 3 জুলাই: চারদিন পরেই পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগেই দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে । কোথাও শাসক বিরোধী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিচ্ছে জেলার বিভিন্ন এলাকা । তো কোথাও আবার বিরোধী দলের প্রার্থীদের হুমকির দিচ্ছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা ৷ এমনই নানান অভিযোগ উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে ।

সোমবার দক্ষিণ 24 পরগনার কুলপি বাগারিয়া 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা । যান চলাচল ব্যাহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কুলপি থানার পুলিশ । বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে । পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইএসএফ প্রার্থীকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায় 117 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের । ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে কুলপির বাগাড়িয়া 117 নং জাতীয় সড়ক ।

আরও পড়ুন : ভাঙড়ে বোমাবাজিকে কেন্দ্র করে ফের উত্তেজনা, আইএসএফের অবরোধ

জানা যায়, কুলপির বাগাড়িয়া মোড়ে জাতীয় সড়কের পাশে জল প্রকল্পের পাইপ নিয়ে যাওয়ার জন্য দোকানপাট ভাঙা হয় । এরপরে সেই ভাঙা দোকানপাটগুলি মেরামত করছিল এলাকার ব্যবসায়ীরা । অভিযোগ, সকলে মেরামত করলেও আইএসএফ প্রার্থী হাফিজা বিবির স্বামী নুরুদ্দিন শেখকে কুলপি থানার পুলিশ তুলে নিয়ে যায় । এরপরেই বিক্ষুদ্ধ এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে । পরে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তোলার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

যদিও পরে আইএসএফ কর্মী নুরুদ্দিন শেখকেও ছেড়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ।

আরও পড়ুন : ভাঙড়ের পর বাসন্তী, গুলিতে মৃত্যু তৃণমূল কর্মীর

ABOUT THE AUTHOR

...view details