কাকদ্বীপ, 1 জুলাই : সরকারি ও বেসরকারি বাস পরিষেবা শুরু করার অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন ৷ সেই মতো আজ থেকে দক্ষিণ 24 পরগনায় সরকারি বাস পরিষেবা শুরু হলেও, দেখা মিলল না বেসরকারি বাসের । যার জেরে চরম দুর্ভোগে পড়তে হল পথে নামা মানুষদের ৷ আর যে সব সরকারি বাস রাস্তায় নেমেছে সেগুলিতেও তিলধারণের জায়গা ছিল না ৷
কয়েকদিন আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 1 জুলাই থেকে রাজ্যে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা শুরু করা যাবে ৷ সেই ঘোষণা মতো আজ সকাল থেকে দক্ষিণ 24 পরগনায় সরকারি বাস চললেও, ডিজেলের বর্ধিত দামের কারণে 50 শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা শুরু করলেন না বেসরকারি বাস মালিকরা ৷ এমনকি মুখ্য়মন্ত্রী ওইদিন ঘোষণা করেছিলেন, 1 জুলাই থেকে রাজ্য সরকারের বিভিন্ন দফতর খোলা থাকবে ৷ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত সীমিত সংখ্যক কর্মী নিয়ে কাজ হবে সব দফতরে ৷ সেই মতো সকাল থেকে কাকদ্বীপের বাস ডিপোগুলিতে যাত্রীদের ভিড় ছিল ৷ কিন্তু, সেভাবে বাসের দেখা পাওয়া গেল না ৷