পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ছে না সাগরগামী বাসের ভাড়া, রাজ্যের ছাড় অপর্যাপ্ত; অভিযোগ মালিকপক্ষের - গঙ্গাসাগরগামী বাস ও মিনিবাসের ভাড়া

সাগর দ্বীপে যাওয়ার জন্য পারমিটের প্রয়োজন পড়ে । কিন্তু বর্তমানে অগ্নিমূল্য জ্বালানি অন্যদিকে অপ্রতুল পুণ্যার্থী । সবমিলিয়ে এবার ব্যবসা ভালো হবে না বলেই আশঙ্কা করছেন বাস মালিকরা ।

Ganga Sagar Fare
ফাইল ছবি

By

Published : Jan 3, 2021, 9:42 AM IST

কলকাতা, 3 জানুয়ারি : এবারেও গঙ্গাসাগরগামী বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হল না । ভাড়া না বাড়িয়ে বেসরকারি মালিকদের যে ছাড় দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠন।

গঙ্গাসাগর মেলায় বাসের ভাড়া বৃদ্ধি না করা নিয়ে মালিক ও প্রশাসনের মধ্যে কাজিয়া দীর্ঘদিনের । 2019 সালে 5 টাকা ভাড়া বেড়েছিল বটে, তবে তা ভিক্ষার সমান বলেই দাবি বাস মালিকদের ।

জানুয়ারি মাসে এই মেলাটি অনুষ্ঠিত হয় সাগর দ্বীপে । বিভিন্ন রাজ্য এমনকি বিদেশ থেকেও আসেন মানুষ । লাখ লাখ মানুষের ভিড় হয় এই মেলা উপলক্ষে । মেলাটি পরিচালনা করার দায়িত্বে থাকে দক্ষিণ 24 পরগনা প্রশাসন । তবে এই বছর কোরোনাকালে তেমন যাত্রী সমাগম হবে না বলে মনে করছে প্রশাসন ।

একদিকে অগ্নিমূল্য জ্বালানি অন্যদিকে অপ্রতুল পুণ্যার্থী, তাই এই বছর খুব একটা ভালো ব্যবসা হবে না বলেই মনে করছেন বাস মালিকরা । পাশাপাশি রাজ্য পরিবহন দপ্তরের কাছে দরবার করা সত্বেও ভাড়া বৃদ্ধি করা হয়নি ।

আরও পড়ুন : ভাড়া না বাড়ালে আন্দোলনের হুমকি বাস মালিকদের

সরকারি ও বেসরকারি বাস ও মিনিবাস তীর্থযাত্রীদের নিয়ে যায় মেলায় । দ্বীপে যাওয়ার জন্য পারমিটের প্রয়োজন পড়ে । মিনিবাসের ক্ষেত্রে 1580 টাকা রেট দেওয়া হয় । পাশাপাশি খাবার খরচ হিসেবে 50 টাকা দেওয়া হয়, তবে তার সঙ্গে বাস মালিকরা আরও 120 টাকা ভর্তুকি হিসেবে চালকদের দেন ।

কী বলছেন স্বপন ঘোষ ?

দ্বীপে যাওয়ার জন্য পারমিট করতে খরচ পরে প্রায় 10 থেকে 12 হাজার টাকা । মিনিবাস অপারেটরস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক স্বপন ঘোষ বলেন, " গঙ্গাসাগর মেলা নিয়ে দক্ষিণ 24 পরগনা প্রশাসনের তরফে যে বৈঠকটি ডাকা হয়েছিল সেখানে আমরা ভাড়া বৃদ্ধির কথা জানিয়েছিলাম। তবে প্রশাসন আমাদের কাছে আবেদন করেছিল যে এই বছর ভাড়া বাড়ানো সম্ভব নয় । তবে তার বিনিময়ে কিছু ছাড় দেওয়া হয়েছে । যেমন পারমিট ফি-র উপরে কিছু ছাড় দেওয়া হয়েছে এবং যাতায়াতের জন্য 50 লিটার ডিজ়েল দেওয়া হবে বলে জানানো হয়েছে ।"

তিনি আরও বলেন , " গঙ্গাসাগর যেতেই লেগে যায় প্রায় 40 লিটারের মত জ্বালানি । তাই 50 লিটার ডিজেল একেবারেই পর্যাপ্ত নয় । কিছুটা ভর্তুকি পাওয়া যাবে এই আর কি । প্রশাসনের কাছে জ্বালানি পরিমাণ আর একটু বাড়ানোর আবেদন করা হয়েছে। "

ABOUT THE AUTHOR

...view details