পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"দিদিমণি চোর", পোস্টার হাতে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের

নিম্নমানের খাবার দেওয়া ও স্কুলের পুকুর থেকে মাছ চুরি সহ একাধিক অভিযোগে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়ারা ৷ রায়দিঘির কঙ্কণদিঘি পূর্ব জটায় গির্জাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা ৷

পোস্টার হাতে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের

By

Published : Aug 3, 2019, 9:45 AM IST

Updated : Aug 3, 2019, 10:10 AM IST

রায়দিঘি, 3 অগাস্ট :"দিদিমণি চোর" এই অভিযোগ তুলে শিশুশিক্ষা কেন্দ্রে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্কুল পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা ৷ রায়দিঘির কঙ্কণদিঘি পূর্ব জটায় গির্জাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা ৷

পোস্টার হাতে বিক্ষোভ স্থানীয়দের

গতকাল হাতে "দিদিমণি চোর" পোস্টার নিয়ে রায়দিঘি মাঝেরখেয়া রোড অবরোধ করে প্রায় 2 ঘণ্টা বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়ারা ৷ তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিপ্রা মিদ‍্যে
স্কুলের পুকুর থেকে মাছ চুরি, রান্নায় নিম্নমানের খাদ‍্যসামগ্রী ব‍্যবহার, সঠিক সময়ে স্কুলে না আসা সহ একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ এবিষয়ে বারবার BDO অফিসে লিখিত অভিযোগ জমা দিলেও লাভের লাভ কিছু হয়নি । এবিষয়ে স্থানীয়রা স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানালেও লাভের লাভ কিছু হয়নি ৷ তাই গতকাল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷

ভিডিয়োয় শুনুন স্থানীয়দের বক্তব্য

স্থানীয় বাসিন্দা রহমুদ নস্কর বলেন, "দীর্ঘদিন ধরে এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা নানা দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ এখানে তিনি আমাদের বাচ্চাদের ঠিক মতো খেতে দেন না ৷ স্কুলের পুকুর থেকে মাছ চুরি সহ একাধিক অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে ৷ এবিষয়ে আমরা BDO-অফিস ও স্কুল কর্তৃপক্ষকে অনেকবার জানানো সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নেয়নি ৷"

যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে শিপ্রা বলেন, "আগে কী হয়েছে তা জানি না । আমি নতুন দায়িত্ব নিয়ে এখানে এসেছি ৷"

খবর পেয়ে ঘটনাস্থানে যান মথুরাপুর ২ নম্বর BDO রেজুয়ান আহমেদ ৷ এবিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা ৷ BDO বলেন, "এবিষয়ে একটি অভিযোগ এসেছে ৷ ব‍্যাপারটি স্কুল পরিদর্শককে জানানো হয়েছে ।"

Last Updated : Aug 3, 2019, 10:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details