গঙ্গাসাগর, 28 ডিসেম্বর: রাহুল গান্ধির নেতৃত্বে কন্যাকুমারী থেকে দিল্লি পর্যন্ত 3 হাজার 570 কিলোমিটারের দীর্ঘ ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra)-র প্রথম পর্ব শেষ হয়েছে ৷ আগামী 3 জানুয়ারি এর দ্বিতীয় পর্ব শুরু হবে ৷ তারই সমর্থনে রাজ্যে গঙ্গাসাগর থেকে পাহাড়ের কার্শিয়াং পর্যন্ত যাত্রার শুরু করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Sagar to Pahar Yatra Led by Adhir Chowdhury) ৷ যার নাম দেওয়া হয়েছে ‘সাগর থেকে পাহাড় যাত্রা’ আজ সকালে শুরু হওয়া এই পদযাত্রা 23 জানুয়ারি শেষ হবে ৷ এই পদযাত্রায় পশ্চিমবঙ্গের মোট 10 জেলায় ঘুরবেন অধীর চৌধুরী ৷ রাহুল গান্ধি যেভাবে জনসংযোগ করছেন 'ভারত জোড়ো যাত্রা'য়, সেই ভাবেই ওই 10 জেলার মানুষের সঙ্গে জনসংযোগ করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ প্রতিটি জেলা নেতৃত্বকে এই যাত্রায় সামিল হতে আহ্ববান জানিয়েছেন বহরমপুরের সাংসদ ৷
আজ সকাল 10 টায় সাগর থেকে বাংলার মাটিতে প্রদেশ কংগ্রেসের তরফে ‘ভারত জোড়ো যাত্রা’র সূচনা করেন অধীর চৌধুরী ৷ তার আগে মিছিল করে গঙ্গাসাগরে (Ganga Sagar) যায় প্রদেশ কংগ্রেসের শীর্ষনেতৃত্ব ৷ সেখানে কলসিতে সাগরের জল ভরতি করেন তাঁরা ৷ সাগরের ধারে কংগ্রেসের পতাকা হাতে নিয়ে ‘জোড়ো জোড়ো ভারত জোড়ো’ স্লোগান দেন অধীর এবং কংগ্রেস নেতাকর্মীরা ৷
গঙ্গাসাগর থেকে কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'র সূচনার সময়, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ ৷ তাঁর সঙ্গে ছিলেন তামিলনাড়ু রাজ্য থেকে লোকসভার সাংসদ চেকলাকমা ৷ এছাড়াও ছিলেন প্রাক্তন প্রদেশ সভাপতি তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান, রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য ৷ এই রাজ্যে ‘ভারত জোড়ো যাত্রা’র বাংলায় নাম দেওয়া হয়েছে ‘সাগর থেকে পাহাড় যাত্রা’ ৷ সাগর ব্লকে দু’দিন চলবে এই কর্মসূচি ৷