রায়দিঘি, 16 এপ্রিল: কুপ্রস্তাবে রাজি না-হওয়ায় সোশ্যাল মিডিয়ায় কিশোরীর আপত্তিকর ছবি পোস্ট করে পুলিশের জালে অভিযুক্ত (Posting distorted picture of a girl on social media teenager arrested) ৷ দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে অনভিপ্রেত ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে সাইবার ক্রাইমের শিকার ওই ছাত্রী ৷ পরীক্ষা চলাকালীন এই ঘটনা উচ্চ মাধ্যমিক ওই পরীক্ষার্থীর প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটিয়েছে ভালমতই ৷
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ফেসবুকে তাঁর বান্ধবীর নামে তৈরি ভুয়ো একটি অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পায় ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ৷ বুঝতে না পেরে প্রথমে সহজেই সেই রিকোয়েস্ট গ্রহণ করে ৷ এরপরই তৈরি হয় নানা জটিলতা ৷ মেসেঞ্জারে আসতে থাকে নানা অপ্রীতিকর মেসেজ ৷ দিনকয়েক যেতে না যেতেই প্রোফাইলের আসল মালিকের মতলব বুঝতে পারে ওই ছাত্রী ৷ উলটোদিক থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ দেওয়া শুরু হয়। রাজি না-হওয়ায় ছবি বিকৃত করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় ৷ কিন্তু তাতেও কিশোরীকে ঘনিষ্ঠ হওয়ার জন্য রাজি করানো যায়নি ৷