নামখানা, 6 এপ্রিল: কেউ সরকারি অনুদানের টাকা আত্মসাৎ করেছেন ৷ তো কেউ চাকরি দেওয়ার নামে প্রতারণা । এমনই সব একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার তৃণমূল নেতাদের নামে পোস্টার পড়ল দক্ষিণ 24 পরগনার নামখানায় । পোস্টার আদতে স্থানীয় বিজেপি কর্মীরাই দিয়েছেন বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের । অন্যদিকে সাধারণ মানুষ জনরোষের কারণেই এই পোস্টার দিয়েছেন বলে দাবি বিজেপির ।
নামখানা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক দাস, ধীরেনকুমার দাস, পঞ্চায়েত সমিতির অতনুকুমার দাস, প্রাক্তন জেলা পরিষদ অখিলেশ দাস এবং প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ-সহ বিভিন্ন নেতাদের নামে পোস্টার পড়েছে ৷ এলাকাবাসীদের অভিযোগ, নামখানা পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ ইয়াস ঝড়ে গরু-ছাগলের নাম করে সরকারি অনুদানের 30 হাজার টাকা আত্মসাৎ করেছেন ৷ এছাড়া নামখানা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক দাস প্রাইমারি ও গ্রুপ ডি-সহ বহু দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মৌসুমী, হরিপুর, শিবরামপুর, বকখালি-সহ একাধিক জায়গা থেকে যুবক-যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন ৷ এমন অভিযোগ করে কাকদ্বীপ আদালতে একটি অভিযোগও দায়ের হয়েছে ৷ এরপর সেই সব অভিযোগে তদন্তের দাবিতে এদিন নামখানা ব্লকের দারিগনগর মোড়ে পোস্টার লাগানো হল ।