পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Posters Against TMC MLA: পরিবারের সদস্যদের অবৈধ চাকরির পাইয়ে দেওয়ার আভিযোগ, পোস্টার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে - Sundarbans

এবার সুন্দরবনের এলাকা জুড়ে তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়কের বিরুদ্ধে পড়ল পোস্টার (Posters Against TMC MLA) ৷ নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ করা হয়েছে পোস্টারে তাঁর বিরুদ্ধে ৷

Posters Against TMC MLA
জয়দেব হালদার

By

Published : Mar 21, 2023, 6:12 PM IST

পরিবারের সদস্যদের অবৈধ চাকরির পাইয়ে দেওয়ার আভিযোগ

মন্দিরবাজার, 21 মার্চ: প্রভাব খাটিয়ে নিজের পরিবারের একাধিক সদস্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জয়দেব হালদারের বিরুদ্ধে পোস্টার পড়ল । যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে । সুন্দরবনের বিভিন্ন এলাকায় ফেলা হয়েছে এই পোস্টারগুলি ৷ জানা গিয়েছে, সম্প্রতি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বাতিল হয়েছে মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদারের বড় ছেলে সুদীপের গ্রুপ সি-র চাকরি ।

এবার বিধায়কের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে পরিবারের সদস্যদের অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে সুন্দরবন জেলা জুড়ে পড়ল পোস্টার । যেখানে উল্লেখ করা হয়েছে, জয়দেব হালদারের কীর্তির কথা । পোস্টারে লেখা রয়েছে, বিধায়ক জয়দেব হালদার তাঁর পরিবারের সদস্যদেরকে নিজের প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন । বড় ছেলে, শ্যালিকা, ভাগ্নি, ভাগ্নি জামাই, ছোট ছেলে, ভাইপো ভাইয়ের বউ-সহ পরিবারের একাধিক সদস্যকে বিভিন্ন জায়গায় অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে পোস্টারে ।

এই পোস্টারে স্কুল থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতরেও বেআইনিভাবে প্রভাব খাটিয়ে পরিবারের সদস্যদের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে জয়দেব হালদারের বিরুদ্ধে। পাশাপাশি এলাকার অন্যান্য তৃণমূল কর্মীদেরও তিনি বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন, এমন অভিযোগও তোলা হয়েছে । এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতার কোনও মন্তব্য পাওয়া যায়নি । অবশ্য এই ঘটনায় বিরোধীরা বিধায়ক জয়দেব হালদারের পদত্যাগ দাবি করে সরব হয়েছেন । অন্যদিকে নিজের নামের পোস্টার পড়ার ঘটনায় তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন বিধায়ক জয়দেব হালদার ৷ পাশাপাশি তিনি জানান, চাকরি দেওয়ার ক্ষমতা তাঁর নেই । তবে এই ঘটনা সামনে আসতে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসীরা ।

নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচার কাণ্ডের তদন্ত নিয়ে এমনিতেই বেশ চাপে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । গরু ও কয়লা পাচার কাণ্ডে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু হেভিওয়েট তৃণমূল নেতার নাম‌ও জড়িয়েছে । এই পরিস্থিতিতে মন্দিরবাজারের বিধায়কের বিরুদ্ধে এমন পোস্টার শাসকদলের অস্বস্তি আর‌ও বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগামী পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের অন্যতম হাতিয়ার নিয়োগ দুর্নীতি ৷ একের পর এক দক্ষিণ 24 পরগনা জেলার যেভাবে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূল নেতৃত্বের নাম উঠে আসছে ৷ তাতে বলাই বাহুল্য যে পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তির মুখে পড়েছে তৃণমূল ।

আরও পড়ুন:তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার প্রতাপনগরে

ABOUT THE AUTHOR

...view details