জয়নগর মজিলপুর পোস্ট অফিসে নেই ডাক টিকিট জয়নগর, 30 জুন: ডাক টিকিট নেই পোস্ট অফিসে ৷ আর তাই বেজায় সমস্যায় পড়েছেন দক্ষিণ 24 পরগনা জয়নগর থানা এলাকার জয়নগর মজিলপুরের বাসিন্দারা ৷ ওই পোস্ট অফিসে পাওয়া যাচ্ছে না কোনও ডাকটিকিট ৷ চিঠি পোস্ট করতে আসা লোকজনকে দিনের পর দিন ধরে ফিরে যেতে হচ্ছে বলে অভিযোগ ৷ আর এ নিয়ে পোস্ট মাস্টারকে প্রশ্ন করা হলে, তিনি কোনও জবাব দিতে পারছেন না বলে অভিযোগ করছেন না গ্রাহকরা ৷
বর্তমানে স্মার্টফোন ও 5জি-র যুগে কারও খোঁজখবর নেওয়া বা খবর পাঠানো, সবকিছুই খুবই সহজ হয়ে গিয়েছে ৷ এখন শুধু ফোন করে নয়, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই হয়ে যাচ্ছে কথাবার্তা ৷ কিন্তু, তা সত্ত্বেও পোস্ট অফিসের গুরুত্ব এখনও কমে যায়নি ৷ গুরুত্বপূর্ণ নথিপত্র ও সামগ্রী এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে ভারতীয় পোস্ট অফিসের গুরুত্ব আজও অনেক বেশি ৷ সেখানে দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুর পোস্ট অফিসে গত কয়েকমাস ধরে কোনও ডাকটিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ৷
বিশেষত, যাদের গুরুত্বপূর্ণ নথি স্পিড-পোস্টে পাঠানোর থাকছে, তাঁরা আরও বিপদে পড়ছেন ৷ জানা গিয়েছে, ওই পোস্ট অফিসে 5 টাকার ডাক টিকিট পাওয়াই যাচ্ছে না ৷ ওই পোস্ট অফিসে নথি পাঠানোর জন্য আসা এক গ্রাহক জানান, গত কয়েকদিন ধরে তিনি ফিরে যাচ্ছেন ৷ কেন ডাক টিকিট নেই ? পোস্টমাস্টারকে এ নিয়ে প্রশ্ন করা হলে, তিনি কোনও সদুত্তর দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে ৷ দ্রুত ডাক টিকিট যাতে পোস্ট অফিসে আসে, তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন গ্রাহকরা ৷
আরও পড়ুন:বিজ্ঞপ্তি ছাড়াই ডাকঘরের স্থানবদল, বিপাকে গ্রাহকরা
গ্রাহকরা জানিয়েছেন, সব কাজ ই-মেল বা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হয় না ৷ অনেক ক্ষেত্রে নথিপত্রের আসল কপি স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হয় ৷ আর কুরিয়ার সার্ভিসে অনেক বেশি খরচের কারণে অধিকাংশ ক্ষেত্রেই তাদের পোস্ট অফিসের উপরে নির্ভর করতে হয় ৷ আর জয়নগর মজিলপুরে ওই পোস্ট অফিসই একমাত্র ভরসা ৷ গ্রাহকরা প্রশ্ন তুলেছেন, সত্যি কি 5 টাকার ডাক টিকিটের অকাল পড়েছে ? এ ব্যাপারে জয়নগর মজিলপুর পোস্ট অফিসের মাস্টার রাজু হেমব্রম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে তাঁরা জানিয়েছেন বিষয়টি ৷ কিন্তু, হেড অফিস থেকে ডাক টিকিট এখনও পাঠানো হয়নি ৷