পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচন পরবর্তী হিংসা ভাঙড়ে, পরিদর্শনে তৃণমূল নেতৃত্ব - ডা. রেজাউল করিম

ভোট পরবর্তী সন্ত্রাস দেখতে অভ্যস্ত ভাঙড় । এবার ভোটের ফল প্রকাশের পরও সেই হিংসা থামেনি । ভাঙড়ের হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থী ডা. রেজাউল করিম সহ দলীয় নেতৃত্বরা ।

post election violence in bhangar
নির্বাচন পরবর্তী হিংসা ভাঙড়ে

By

Published : May 6, 2021, 3:55 PM IST

ভাঙ্গড়, 6 মে : সারা রাজ্যজুড়ে সবুজের ঝড় উঠলেও ভাঙড়ের তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকি । তারপর থেকে ভাঙড়ের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে অশান্তি । কোথাও তৃণমূল কর্মীদের মারধর, কোথাও বাড়ি ভাঙচুর ৷ এমনকি লুটপাট চালানোর অভিযোগও উঠেছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে ।

অবশেষে বৃহস্পতিবার মাঠে নামলেন তৃণমূল নেতারা । ভাঙড়ের জয়পুর গ্রামে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়ি যান ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থী ডা.রেজাউল করিম, তৃণমূল নেতা আব্দুর রহিম মিঁয়াদাদ, মিজানুর আলম, ফিরোজ সাঁপুই সহ অন্যান্য নেতারা । যা দেখে কিছুটা বল পেয়েছেন তৃণমূল কর্মীরা ।

আরও পড়ুন : ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি-ভাঙচুর

এদিন পরিদর্শনের শেষে রেজাউল করিম বলেন, "ভাঙড়ের কয়েকটি জায়গায় অশান্তি হয়েছে । মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এলাকায় পরিদর্শন করতে এসেছি ৷ আবারও আসব । মুখ্যমন্ত্রীকে সব জানাব ।

ABOUT THE AUTHOR

...view details