পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোয়ারানটিন অমান্য, ফের সাংসদের পথ আটকাল বালুরঘাট পুলিশ - ফের সাংসদের পথ আটকাল পুলিশ, এস্কর্ট করে সাংসদকে বাড়িতে পৌঁছে দিল পুলিশ

গঙ্গারামপুর থেকে ত্রাণ দিয়ে বালুরঘাটে বাড়ি ফেরার পথে সাংসদকে আটকাল পুলিশ ৷ তপন থানার রামপুর দাঁড়ালহাট মোড় এলাকায় সাংসদ সুকান্ত মজুমদারের পথ আটকাল পুলিশ ।

police stopped mp sukanta majumder in balurghat, south dinajpur
ফের সাংসদের পথ আটকাল পুলিশ, এস্কর্ট করে সাংসদকে বাড়িতে পৌঁছে দিল পুলিশ

By

Published : Apr 28, 2020, 8:50 PM IST

বালুরঘাট, 28 এপ্রিল : গঙ্গারামপুর থেকে ত্রাণ দিয়ে বালুরঘাটে বাড়ি ফেরার পথে সাংসদকে আটকাল পুলিশ ৷ তপন থানার রামপুর দাঁড়ালহাট মোড় এলাকায় সাংসদ সুকান্ত মজুমদারের পথ আটকাল পুলিশ । জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তায় বের হওয়ায় পুলিশ আজ আবার সুকান্তবাবুর পথ আটকায় । পথ আটকানোয় 512 নম্বর জাতীয় সড়কের মধ্যেই অবস্থানে বসে পড়েন সাংসদ । পরে ডিএসপি হেডকোয়ার্টার ধীমান মিত্রের নেতৃত্বে সুকান্তবাবুকে বাড়ি পৌঁছে দেওয়া হয় । তাঁর বাড়ির সামনে পুলিশ পিকেটিংয়েরও ব্যবস্থা করা হয়েছে ৷

আজ সকালে গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া এলাকায় দুস্থ মানুষদের ত্রাণ দিতে গিয়েছিলেন সাংসদ সুকান্ত মজুমদার । সেখানে প্রায় 300 দুস্থ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি । এরপর নিজের বাড়ি বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি । অভিযোগ, বাড়ি আসার পথে তপন থানার রামপুরের দাঁড়ালমোড় এলাকায় জাতীয় সড়কের উপর সাংসদের পথ আটকায় পুলিশ । জেলা প্রশাসনের পক্ষ থেকে হোম কোয়ারানটিনে থাকার কথা বলা হলেও তিনি বাইরে বেরিয়েছিলেন ৷ এর জন্য পুলিশ তার পথ আটকায় । ঘটনায় ক্ষুব্ধ সাংসদ জাতীয় সড়কের উপরে অবস্থানে বসে পড়েন ।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় ডিএসপি হেড কোয়ার্টার ধীমান মিত্র ৷ তপন থানার ওসি সৎকার সাংবো-সহ বিশাল পুলিশবাহিনী । পরে সাংসদকে পুলিশের গাড়িতে করে নিয়ে আসার চেষ্টা করা হয় । যদিও সাংসদ আপত্তি করায় পরে তাঁকে সঙ্গে করে বাড়িতে পৌঁছে দেয় পুলিশ । গত 23 এপ্রিল হিলি সীমান্তে যাওয়ার আগে বালুরঘাটের মঙ্গলপুরে সাংসদের পথ আটকেছিল পুলিশ । ওই দিনই সদর মহকুমাশাসকের পক্ষ থেকে সাংসদকে 14 দিনের হোম কোয়ারানটিনে থাকার চিঠি দেওয়া হয়েছিল । প্রশাসনের সেই নির্দেশকে অমান্য করে বাড়ির বাইরে বের হওয়ায় আজ তাঁর পথ আটকায় পুলিশ ।

এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, " এর আগে তাঁকে যে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশিকা দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা ৷ তা ভিত্তিহীন ও বেআইনি । তিনি দিল্লি থেকে ফিরে 14 দিন হোম কোয়ারানটিনে ছিলেন । যদিও রাজ্যসভার সদস্য অর্পিতা ঘোষ কলকাতা থেকে জেলায় ফিরে কোনওরকমের হোম কোয়ারানটিনে ছিলেন না । আজ ঠেঙ্গাপাড়া থেকে তিনি যখন বালুরঘাটে ফিরছিলেন সে সময় রামপুরে তাঁকে আটকানো হয় । "

এবিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, " তিনি লকডাউনের কোনও নিয়ম মানছেন না । এর আগেও লকডাউন ভেঙে তিনি রাস্তায় বেরিয়েছেন । এর প্রেক্ষিতে গত 23 এপ্রিল সদর মহকুমার শাসক একটি নির্দেশিকা জারি করেন ৷ সেখানে উল্লেখ করা হয় সুকান্ত মজুমদারকে 14 দিনের জন্য হোম কোয়ারানটিনে থাকতে হবে । আজকে তিনি আবার লকডাউন ভেঙে ঘুরছেন । এমনকী, রামপুরে লোকজন নিয়ে রাস্তায় বসে পড়েন তিনি ৷ এরপর তাঁকে পুলিশ বাড়িতে পৌঁছে দেওয়া হয় । লকডাউন ভাঙার জন্য যে আইন ব্যবস্থা নেওয়া রয়েছে তা নেওয়া হচ্ছে । "

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details