কুলতলি, 24 জানুয়ারি: ছাঁদনাতলায় বর হাজির । পানপাতা মুখে পিঁড়িতে বিয়ের অপেক্ষায় কনেও । সানাইয়ের সুর তখন সপ্তমে সঙ্গে নিমন্ত্রিতদের হুল্লোড় । হঠাৎই বাড়ির সামনে এসে দাঁড়াল পুলিশের গাড়ি । সোমবার রাতে এমনই ঘটনার সাক্ষী হল দক্ষিণ 24 পরগনার কুলতলির কাওরাখালি ৷ সূত্র মারফত পুলিশ খবর পায় এই গ্রামে এক নাবালিকার সঙ্গে জামতলার এক যুবকের বিয়ে হচ্ছে ৷ আর তারপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷
পাত্রীর বাবা দিনমজুর ৷ সংসারের খরচ চালানোর পর মেয়েকে পড়ানো তাঁর কাছে বিলাসিতার সমান ৷ আত্মীয়দের মারফত খবর এসেছিল ভালো পাত্রের । তাই আর দেরি না করে দু'পক্ষের সহমতে ঠিক হয় বিয়ের তারিখ ৷ মাঘ মাসেই চারহাত এক হওয়ার কথা ৷ সেই মোতাবেক সব ঠিকও হয়ে যায় । যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়েই মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন ৷ লগ্ন মেনে ছাদনাতলায় উপস্থিত হয়ে যান পাত্রও । তারই মধ্যে কেউ বা কারা খবর দেন থানায় । পাত্রী নাবালিকা । সেই খবর পাওয়া মাত্রই ছাদনাতলায় এসে হাজির কুলতলি থানার পুলিশ (Police Stopped Minor Girl Marriage)।
আরও পড়ুন :বিয়ে রুখে নাবালিকাকে পুনরায় স্কুলে ফেরত পাঠাল সহপাঠীরা