গোসাবা, 9 জুন : ঘূর্ণিঝড় যশে জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছিল গোসাবার বিস্তীর্ণ দ্বীপ অঞ্চলগুলি । কেটে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ ৷ এখনও জলমগ্ন গোসাবার বেশ কয়েকটি দ্বীপ অঞ্চল । প্রশাসনের উদ্যোগে গোসাবার বিস্তীর্ণ দ্বীপ অঞ্চলগুলিতে পাঠানো হয়েছে ত্রাণ । গোসাবার বানভাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা ।
গোসাবার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে খোলা হয়েছে কমিউনিটি কিচেন ৷ গত ১ জুন থেকে গোসাবার বিভিন্ন দ্বীপগুলিতে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে বেশ কয়েকটি কমিউনিটি কিচেন খোলা হয়েছে ৷ এই কমিউনিটি কিচেন 10 জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছে পুলিশ । কিন্তু এখনও বহু জায়গার মানুষ দু’বেলা-দু’মুঠো খাবারের জন্য আর্তনাদ করে চলেছেন । সাধারণ মানুষের কথা ভেবে এই কমিউনিটি কিচেনের মেয়াদ বাড়ানো হল বলে জানা গিয়েছে ৷