পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোসাবায় যশে ক্ষতিগ্রস্তদের জন্য কমিউনিটি কিচেন খুলল পুলিশ - baruipur police district

গত ১ জুন থেকে গোসাবার বিভিন্ন দ্বীপগুলিতে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে বেশ কয়েকটি কমিউনিটি কিচেন খোলা হয়েছে ৷

গোসাবায় যশে ক্ষতিগ্রস্তদের জন্য কমিউনিটি কিচেন খুলল পুলিশ
গোসাবায় যশে ক্ষতিগ্রস্তদের জন্য কমিউনিটি কিচেন খুলল পুলিশ

By

Published : Jun 9, 2021, 5:57 PM IST

গোসাবা, 9 জুন : ঘূর্ণিঝড় যশে জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছিল গোসাবার বিস্তীর্ণ দ্বীপ অঞ্চলগুলি । কেটে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ ৷ এখনও জলমগ্ন গোসাবার বেশ কয়েকটি দ্বীপ অঞ্চল । প্রশাসনের উদ্যোগে গোসাবার বিস্তীর্ণ দ্বীপ অঞ্চলগুলিতে পাঠানো হয়েছে ত্রাণ । গোসাবার বানভাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা ।

গোসাবার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে খোলা হয়েছে কমিউনিটি কিচেন ৷ গত ১ জুন থেকে গোসাবার বিভিন্ন দ্বীপগুলিতে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে বেশ কয়েকটি কমিউনিটি কিচেন খোলা হয়েছে ৷ এই কমিউনিটি কিচেন 10 জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছে পুলিশ । কিন্তু এখনও বহু জায়গার মানুষ দু’বেলা-দু’মুঠো খাবারের জন্য আর্তনাদ করে চলেছেন । সাধারণ মানুষের কথা ভেবে এই কমিউনিটি কিচেনের মেয়াদ বাড়ানো হল বলে জানা গিয়েছে ৷

বারুইপুর মহিলা থানার পক্ষ থেকে একটি কমিউনিটি কিচেন খোলা হয় ৷ এই কমিউনিটি কিচেনে প্রতিদিন 2 হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে খাবার দেওয়া হচ্ছে । গোসাবার বানভাসী পরিবারদের মধ্যে শিশুদের সংখ্যা নেহাত কম নয় । বারুইপুর মহিলা থানার পক্ষ থেকে শিশুদেরকেও আজ কিছু পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয় ৷

গোসাবায় যশে ক্ষতিগ্রস্তদের জন্য কমিউনিটি কিচেন খুলল পুলিশ

গোসাবার বিস্তীর্ণ অঞ্চল এখনও জলের তলায় ৷ জলবাহিত রোগের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে আজ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে মানুষজনকে শারীরিক পরীক্ষা করা হয় । বারুইপুর মহিলা থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বানভাসীরা ৷

আরও পড়ুন :ভ্যাকসিন থাকা সত্ত্বেও বন্ধ টিকাকরণ, ক্ষুব্ধ জেলাশাসক

ABOUT THE AUTHOR

...view details